রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

চট্টগ্রামে জোরপূর্বক অসামাজিক কাজে লিপ্ত করার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ৫ তরুণী উদ্ধার


জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: মহানগর গোয়েন্দা শাখার এসআই/মোঃ নুরুজ্জামান, এসআই/শহিদের রহমান, এসআই হেলাল উদ্দীন, এসআই ধীমান মজুমদার, এএসআই মিজান, এএসআই রিপন সরকার, স্ঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পাওয়া যায় যে, চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকার রোড নং-৮, ব্লক-বি, বাড়ী নং-১৬৬, ২য়তলা, বশতী মঞ্জিল এ কিছু লোক জোর পূর্বক কয়েকজন মেয়েদেরকে দিয়া খারাপ কাজ করানো হচ্ছেউক্ত সংবাদের বিষয়ে সহকারী পুলিশ কমিশনার(ডিবি-উত্তর) জনাব এস.এম তানভীর আরাফাত,পিপিএম কে অবহিত করে তাঁর নির্দেশে আরো অফিসার ও ফোর্সসহ উক্ত বাড়ীতে অভিযান চালিয়ে আসামী ১) পায়েল (২৫), স্বামী-রিপন, সাং-কুরিশকুল, মির্জা বাড়ী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ২) মুন্নি আক্তার (১৯), পিতা-আবু তাহের, সাং-ছনুয়া কুতুবখালী, বশির চেয়ারম্যানের বাড়ী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম ৩) শাহানাজ (২০), পিতা- আঃ রহিম, সাং-ইনানী সাইফুল্লার বাড়ী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার সকলেই বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকা, রোড নং-৮, ব্লক-বি, বাড়ী নং-১৬৬, ২য় তলা, বশতী মঞ্জিল, থানা-চান্দগাঁও, চট্টগ্রাম ৪) মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৫), পিতা-মৃত মোঃ মকবুল ফকির, সাং-ধরানন্দী ফকির বাড়ী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী বর্তমানে-চেয়ারম্যানঘাটা, এককিলোমিটার, মফিজ সওদাগরের বাড়ী, থানা-চান্দগাঁও, চট্টগ্রামদেরকে  গ্রেফতার করেনতাদের বাসায় জিম্মি অবস্থায় পাওয়া ভিকটিম  সাথী ও শারমিনকে উদ্ধার করেনধৃত আসামী পায়েলকে জিজ্ঞাসাবাদে সে  উপস্থিত লোকজনের সম্মুখে জানায় যে, তার স্বামী পলাতক আসামী ৫) রিপন (৩০), পিতা-অজ্ঞাত, থানা-জেলা-চাঁদপুরদের নিকট অপর পলাতক আসামী ৬) সবুজ (২৭), পিতা-অজ্ঞাত, সাং-ম্যানেজার মেঘনা হোটেল, কোতয়ালী, চট্টগাম গন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে উক্ত বাসায় পতিতা বৃত্তির কাজ করে আসছেতথায় উপস্থিত ভিকটিম সাথীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, ০১নং আসামী পায়েল ও তার স্বামী পলাতক আসামী রিপন এবং সহযোগী সবুজ বিগত ০১-০১-২০১২ইং তারিখ ০১ নং আসামীর উপরোক্ত বর্তমান ঠিকানার বাসায় কাজ করার কথা বলে সাথীকে ১,০০,০০০/- টাকায় বিক্রয় করে দেয়বিগত অনুমান ০২ মাস যাবৎ উক্ত বাসায় ভিকটিম সাথী (১৪)কেসহ অপর ভিকটিম শারমিন (১৬)কে এক সপ্তাহ যাবৎ জোর পূর্বক  আসামী পায়েল, মুন্নি আক্তার, শাহানাজ, মোয়াজ্জেম হোসেন, সবুজ, রিপনগন উক্ত বাসায় আটক রেখে বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সাথে অবৈধ ও অসামাজিক কাজে লিপ্ত করতে বাধ্য করত এবং তাদের কথামত অসামাজিক কাজ না করলে তাদেরকে শারিরীক নির্যাতন করতজিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন ঘটনাস্থল বাড়ীর দারোয়ান এবং অন্যান্য উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে যে, ভিকটিম সাথী ও শারমিনকেসহ আরোও অন্যান্য মেয়েদেরকে ঘটনাস্থল বাসায় আটক রেখে পতিতাবৃত্তির কাজ করতে বাধ্য করতআসামীগদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-২৯, তারিখ-২৫-০২-২০১২ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/০৩) এর ৫(২)(৩)/৩০ রুজু করা হয়েছে। 
Ruby