রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

নওগাঁয় মামলায় পালিয়ে বেড়াচ্ছেন শ্বশুর বাড়ির লোকজন


মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: রানী নামে এক নারী প্রেমের ফাঁদে ফেলে বিয়ের পর স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে না পেরে নওগাঁয় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছেমিথ্যা মামলার কারনে  সাবেক স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন ভূক্তভোগিরাতারা ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃঙ্খলা বাহীনির কাছে আবেদন জানিয়েছেন

গতকাল শনিবার ওই নারীর সাবেক শ্বশুর আব্দুল কুদ্দুস মন্ডল রানীনগর প্রেস ক্লাবে এসে লিখিত ভাবে এসব অভিযোগ করেন

অভিযোগে বলা হয়, নওগাঁ সদর উপজেলার শিবপুর গ্রামের গহের আলীর মেয়ে রানী বানু প্রেমের ফাঁদে ফেলে গত ২০১১ সালের ৬ অক্টোবর পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কেল¬া পাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে কামাল হোসেন ওরফে জামরুল কে বিয়ে করেনওই বিয়ে ও কাবিন নামায় জামরুলের পক্ষে কেউ উপস্থিত ছিলো না
রানী বানুর উদ্ভট ও বেপরোয়া ভাবে স্বামীর অবাধ্য মত চলাফেরা করায় জামরুল গত ১৮ জানুয়ারী ২০১২ তারিখে তাকে তালাক প্রদান করেনতালাক দেওয়ার পর রানী জামরুলের পরিবারের কাছে ৩ লাখ টাকা দাবি করেনটাকা না দিলে মিথ্য মামলায় আসামি করার হুমকি দেয়
টাকা না দেয়ায় গত ২০ জানুয়ারি সে নওগাঁ সদর থানায় জামরুল ও তার বাবা-মা, ভাই-ভাবিসহ পাঁচ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন
এই মামলার কারনে বর্তমানে ওই পরিবারের লোকজনকে পালিয়ে বেড়াতে হচ্ছে
আব্দুল কৃদ্দুস অভিযোগে আরও বলেন, এর আগে রানীর আর ও ২ জনের সাথে বিয়ে হয়েছিলোতার বেপোরোয়া চলাফেরা ও  আচরনের কারনে ওই ২ জায়গায় তার ঘর-সংসার হয়নি।  এছাড়া সে সাবেক স্বামী সুলতান মাহমুদের বিরুদ্ধে মামলা ও করেছে
শিবপুর এলাকার লোকজন ও তার বেপোরোয়া চলাফেরার কথা স্বীকার করেছেন এলাকার আনোয়ার হোসেন নানা,শ্রমিকনেতা এহসান আলী, আব্দুস সাত্তার মন্ডল,আবেদ আলী গ্যানা বলেছেন,সে ইচ্ছেমতো চলাফেরা করে ,সমাজ মানতে চায়নাএ কারনে তার কখন বিয়ে আর কখন ছাড়াছাড়ি হয় সেটি ও তারা জানেন না।  রানীর আপন ভগ্নিপতি মহশিন আলী জানান, তার চলা ফেরা ভাল নয়, এ কারনে তার সাথে আমার ও আমার স্ত্রীর কোন সর্ম্পক নেই
এ ব্যাপারে রানীর সাথে মোবাইলে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন এবং ২০ মিনিট পর কথা বলতে চেয়ে মোবাইল ফোন বন্ধ রাখেন
বর্তমান মামলার তদন্তকারী কর্মকতার্ নওগাঁ সদর থানার এস আই রবীন্দ্রনাথ জানান,মামলার তদন্ত চলছে তদন্তশেষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে#
Ruby