রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২

বাঘায় পৌর মেয়র সহ অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত। -জেলা প্রশাসকের নিকট স্বারক লীপি প্রদান


আব্দুল লতিফ মিঞা. নিজস্ব প্রতিবেদক ::  বাঘা পৌর মেয়র আক্কাছ আলী সহ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে গত শনিবার উপজেলা চত্ত্বরে সমাবেশ করেছে উপজেলার আ-লীগের একাংশ ও স্থানীয় জনতা। সমাবেশে বক্তব্য রাখেন, মেয়র আক্কাছ আলী, সাবেক ইউ, পি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আজিজুল আলম, অধ্যক্ষ সাইফুল ইসলাম টগর, প্রভাঃ আমিরুল ইসলাম, প্রভাঃ আবু বক্কর সিদ্দিক, বাবুল দেওয়ান, শিক্ষক শাহ্জাহান আলী, শিক্ষক বাবুল ইসলাম, কাউন্সিলর কৃষ্ণ কোমল পান্ডে, কৃষকলীগ নেতা মাজদার রহমান, যুবলীগ নেতা তছিকুল  ইসলাম, ছাত্র নেতা নাজমুল ইসলাম, জাকির হোসেন সুমন, জিল্লুর রহমান, মিরাজ প্রমূখ।

জানা যায়, গত বছরের ২৬শে সেপ্টেম্বর আদালতের নির্দেশে পৌর এলাকার দক্ষিন মিলিক বাঘা গ্রামে ডিগ্রীকারকদের পক্ষে উচ্ছেদ অভিযানে এসে পৌর মেয়রের হাতে রাজশাহী জেলা জজ আদালতের নায়েব নাজির রুহুল আমিন সহ জারিকারক  আকতার জামান, বরকত শেখ ও আব্দুর রসিদকে লাঞ্জিত করার অভিযোগে পরদিন মেয়র আক্কাছ সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নায়েব নাজির রুহুল আমিন। এ মামলাটি  মিথ্যা ও বানেয়াট দাবি করে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান সহ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
আলতাফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জমি-জমা নিয়ে পৌরসভার বাসিন্দা রিজিয়াসহ অন্যান্য ওয়ারিশগন, একই পরিবারের আনিসুর সহ অন্যান্য ওয়ারিশদের বিরুদ্ধে দেওয়ানী মামলা করেন। পরবর্তিতে রায়ের বিরুদ্ধে আপীল করে বিবাদীপক্ষ আনিসুরগংরা। ফলে আপীল নিষ্পত্তি হয়। এ অবস্থায় বাদী পক্ষ হইকোর্ট বিভাগে সিভিল রিভিশন দায়ের করলে গত বছরে ২২শে মার্চ শুনানী অন্তে হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের সকল রায়- ডিগ্রীর আদেশ সহ সকল কার্যক্রম স্থগিত করেন। স্থগিতাদেশ থাকা কালীন সময়ে হাইকোট পূনরায় ওই বছরে ২১ আগষ্ট (২১/০৮/২০১১) তারিখে সিভিল রায় রিভিশান পূনারায় স্থগিতাদেশ প্রদান  করেন। যাহার দিন ধার্য আছে এ বছরের ২৭ মার্চ। এদিকে স্থগিতাদেশ বলবত থাকাকালীন সময়ে গত বছরের ২৬ সেক্টেম্বর জেলা রাজশাহী জজ আদালতের পক্ষে নায়েব নাজির রুহুল আমীন হাইকোর্ট বিভাগের সকল নির্দেশ অমান্য করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে জেলা জজ আদালতের পক্ষে বানোয়াট কাগজপত্র তৈরী করে বিবাদীগনের বসত বাড়ি উচ্ছাদে আসেন। বিবাদী পক্ষ উচ্ছেদে আসা কর্মকর্তা- কর্মচারীদের নিকট উচ্চ আদালাতের স্থগিতাদেশের কাগজ-পত্র দেখালে তা ছুড়ে ফেলে দেয় এবং আদালত অবমাননাকর উক্তি করে বাড়ি উচ্ছেদ করতে যায়। এ সময় বিক্ষুদ্ধ জনতা পৌর মেয়র আক্কাছ আলীর শরনাপর্ন হোন। মেয়র ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে উভয় পক্ষের  কাগজ-পত্র পর্যালোচনা করে উচ্ছেদ অভিযানে আসা কর্মকর্তাকে সিদ্ধান্ত গ্রহনের অনুরোধ জানান। কিন্তু আদালতের কর্মকর্তা কর্মচারীগন রাজশাহীতে ফিরে গিয়ে নিজেদের অপকর্ম ঢাকতে পৌর মেয়র আক্কাছ আলী সহ ছয়জনকে আসামী করে মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্র— মূলক মামলা দায়ের করেন (বাঘা থানার মামলা নং ৩০ তাং ২৭/০৯/২০১১ইং জি, আর নং ২৪৩/২১১)। এ মামলাটি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আদালত অবমাননাকারী কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ মামলা প্রত্যাহারের দাবী জানান।

Ruby