রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

বাঘার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ


আমানুল হক আমান, নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীর বাঘায় এডিপির অর্থায়নে প্রথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতারণ করা হয়েছে। চলতি মাসের শুরুতে উপজেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ৩ লক্ষ টাকা বরাদ্দ হয়। ওই টাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান বয়েজুল ইসলাম খাঁন এক লক্ষ টাকা এবং অবশিষ্ঠ দুই লক্ষ টাকা দুই ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন ও ফাতেমা খাতুন লতাকে বন্টন করে দেয়া হয়। ওই টাকার ক্রীয়া সামগ্রী ফাতেমা খাতুন লতা গতকাল রোববার দুপুরে তার কার্যালয় থেকে উপজেলার বাগসায়েস্তা তফের উদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, তুলশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়, বারখাদিয়া প্রাথমিক বিদ্যালয় ও নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়সহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ক্রীড়া সমগ্রী বিতরণ করেন। ওই সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুল্লা আল মামুন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তা আফতাব উদ্দীন, কৃষি সহকারী কর্মকর্তা  নজরুল ইসলাম, গড়গড়ি ইউপি সদস্য মালেকা বানু,  প্রধান শিক্ষক আফছার আলী প্রমুখ।

Ruby