বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

২১ ফেব্রয়ারী কেন্দ্রেীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে কলকাতা প্রেসক্লাবের ৯ সদস্যের একটি দল বাইসাইকেলে ঢাকার পথে

undefinedরাসেল আহমেদ, কুষ্টিয়াঃ একুশের চেতনায় জাগ্রত হয়ে একুশে ফেব্রয়ারী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে ভারতের কলকাতা প্রেসক্লাবের ৯ সদস্যের একটি দল গত ১২ ফেব্রয়ারী বাইকেলে চড়ে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাইসাইকেলে ভ্রমন দলের নেতৃত্ব দিচ্ছেন কলকাতা প্রেসক্লাবের সাংবাদিক চন্দন সৌরভ। দলের বাকী ৮ সদস্য হলেন, সৌমিক ভট্রাচার্য্য, শরজিত্ রায়, শুভঙ্কর ব্যানার্জী, দ্বীপ চ্যাটার্জী, সন্দিপন চক্রবর্তী, গৌতম সরকার, অমিতাভ সেনগুপ্ত ও জার্মানী নাগরীক একমাত্র নারী সদস্য ক্রিসলি স্মিটল। বাংলাদেশে ভ্রমনকারী দলটির সার্বিক সহযোগীতা করছেন দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান ও মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদ। ১২ ফেব্রয়ারী কলকাতা প্রেসক্লাব থেকে বাইসাইকেলে দলটি চুয়াডাঙ্গার গেদে হয়ে মুজিবনগর হয়ে মেহেরপুরে রাত্রী যাপন করে। এরপর মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে বুধবার তারা কুষ্টিয় সার্কিট হাউজে রাত কাটান। কুষ্টিয়া থেকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক দিয়ে দৌলতদিয়া-আরিচা হয়ে ২১ ফেব্রয়ারীর আগেই ঢাকা পৌছবে।
Ruby