বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

চাঁপাইনবাবগঞ্জে আমগাছে মুকুল বাম্পার ফলনের সম্ভাবনা


রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ :: চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনের জন্য এবার অনইয়ার হওয়ায় গাছে মুকুল আসতে শুরু করেছে। কিন্ত এখনও প্রতি আমগাছে মুকুল না আসায় আম চাষীরা হতাশ হয়ে পড়েছে। তবে আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত আবহাওয়া অনুকুল থাকায় হতাশ হবার কোন কারণ নেই। কারণ আবহাওয়া পরিবর্তনের জন্য গাছে দেরিতে মুকুল আসছে। জানাগেছে, এবার অনইয়ার হওয়ায় জেলায় ২লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতবছর অফইয়ার হওয়ায় আমের আশানুরুপ ফলন হয়েছিল। অতীত অভিজ্ঞতায় দেখা যায় এক বছর আমের উৎপাদন ভালো হলে পরের বছর খারাপ হয়। কিন্তু এবারও আমের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন আম চাষীরা। চাঁপাইনবাবগঞ্জের কানসাটের আমচাষী মোঃ নরজাহান আলী জানান, আমের ভালো ফলন হবার জন্য তিনি এখন বাগান পরিচর্যার কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, তুলনামূলকভাবে এবার বড় আমগাছের চেয়ে ছোট আমগাছে বেশি মুকুল আসছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় আড়াইশ জাতের আম চাষ হয় এবং গত কয়েক বছরে বরেন্দ্র অঞ্চলের উচু-নীচু জমিতে গড়ে উঠেছে দুই হাজারেরও বেশি ছোট বড় আম বাগান। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  হিসেব মতে, এবার চাঁপাইনবাবগজ্ঞ জেলায় ২৩ হাজার ৭০ হেক্টর জমিতে আম বাগান গড়ে উঠেছে। এরমধ্যে চাঁপাইনবাবগজ্ঞ সদর উপজেলায় ৩ হাজার ৭’শ ৮০ হেক্টর, গোমস্তাপুর উপজেলায় ২ হাজার ৮’শ ৫৫ হেক্টর, শিবগজ্ঞ উপজেলায় ১২ হাজার ৭’শ ৮৫হেক্টর, ভোলাহাট উপজেলায় ২ হাজার হেক্টর এবং নাচোল উপজেলায় ১ হাজার ৬’শ ৫০ হেক্টর জমিতে আম গাছ রয়েছে প্রায় ১৬লাখ ১৪হাজার ৯’শটি। গত বছর আম উৎপাদন হয়েছিল প্রায় ১লাখ ৮৪ হাজার ৫’শ ৬০মে.টন। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২লাখ মে. টন।
Ruby