শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

চট্টগ্রামে পৃথক অগ্নিকান্ডে অর্ধকোটি টাকা ক্ষতি

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রামে পৃথক অগ্নিকান্ডে কয়েকটি করাতকল, কাঠের দোকান, প্লাস্টিক কারখানা , একটি বসতঘর এবং ৬টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী ও চন্দনাইশ উপজেলায় এ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত আড়াইটায় কোতোয়ালি থানধীন অভয়মিত্রঘাট এলাকার চেয়ারম্যানঘাটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।অগ্নিকাণ্ডের খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ইউনিটের ১০টি গাড়ি সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় নন্দনকানন ইউনিটের ফায়ারম্যান জাহাঙ্গীর আলম (৩০) আহত হন। বর্তমানে তিনি ব্যারাকে অবস্থান করছেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে। এদিকে চন্দনাইশ উপজেলার ২নং জোয়ারা ইউনিয়নের ফতেনগর গ্রামে আগুনে পুড়ে গেছে ৬টি বসত বাড়ি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। গতকাল গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। জানা গেছে, ফতেনগর গ্রামের তপন বড়–য়া, অর্পণ বড়–য়া, বাবুল বড়–য়া, শাবু বড়–য়া ও বিনয় বড়–য়ার বসত বাড়ি বুধবার রাতে আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশলাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Ruby