সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১২

নাটোরে ট্রেনে কাটা পড়ে তিন সন্তানের পিতার মৃত্যু

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: রবিবার (৫ই ফেব্র“য়ারি) সকালে নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে তিন সন্তানের পিতার মৃত্যু হয়েছে। আজিমনগর ষ্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৫ই ফেব্র“য়ারি) সকাল ৭টা ৪০মিনিটে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের নিকট রাজশাহী থেকে খুলনাগামী ৭৬২নং সাগরদাঁড়ি এ∙প্রেস ট্রেনে কাটা পড়ে হানিফ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিন সন্তানের পিতা হানিফ আলী বালিতিতা ইসলামপুর গ্রামের ছইমুদ্দিনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়,শ্রাবনী (১০),হাসান (৮) ও রাশিদুল (৫) তিন সন্তানের পিতা হানিফ আলীর স্ত্রী রাশিদার সাথে পারিবারিক কোলহ চলছিল। সেই সাথে সে মানুসিক রোগেও ভুগছিল। এ সব কারনে সে আতœহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। ট্রেনে কাটা পড়ে তার দুই হাত পা ও গলা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
Ruby