সোমবার, ১২ মার্চ, ২০১২

বাঘায় পবিত্র ওরশ মাহ্ফিলের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হলো জমকালো সঙ্গীত অনুষ্ঠান


রাজশাহীর বাঘায় সঙ্গীতের প্রচার-প্রসার ও মান উন্নয়নের ক্ষেত্রে “সূর তরঙ্গ বিদ্যা নিকেতন” তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই অনন্য সাধারন ভূমিকা রেখে যাচ্ছে । প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পী সমন্বয়ে জাতীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন ছাড়াও নিয়োমিত ভাবে আয়োজন করে যাচ্ছে শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠান।
 গত ১১ মার্চ, রোববার বাঘা উপজেলার মনিগ্রাম ভান্ডারী পাড়ায় প্রতি বছরের ন্যায় পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত গাউছুল আজম বাবাজান কালাম-ডাঃ নূরুজ্জামান মাইজ ভান্ডরী (কেঃ কাঃ)’র ১৪ তম পবিত্র ওরশ মাহফিল অনুষ্ঠানে প্রথম পর্বের আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে, বাদ এশা গজল, শ্যামা কাওয়ালী, ভান্ডারী শান, লালন গীতি পরিবেশন করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল কন্ঠশিল্পী শফি মন্ডল, অন্ধ শিল্পী সুজন, ডাঃ গোলাম পাঞ্জাতন, ছাড়াও সংগীত পরিবেশন করেন, মহিউদ্দীন মফিজ  ভান্ডারী, আব্দুল মালেক সরকার, ডাঃ জিয়াউর রহমান ভান্ডারী, পান্না, বিপাশা, রিয়া, লাভলু ও মুকুল। অক্টোপ্যাডে ছিলেন ময়মনসিংহ কাজী নজরুল ইসলাম সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের সহকারী সঙ্গীত শিক্ষক মশিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী -৬ চারঘাট-বাঘা আসনের মাননীয় সাংসদ আলহাজ্জ শাহরিয়ার আলম এর পিতা জনাব আলহাজ্জ শামসুদ্দীন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আ’লীগ নেতা মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুল করিম সরকার। বাংলাদেশ টিভি চ্যানেল দেশ টিভির রাজশাহীর প্রধান সাংবাদিক আতিক হাসান। স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, নুরুজ্জামান, গীতিকার মুহম্মদ কলিমুদ্দিন মিঞা ও কামরুল হাসান। আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিউর রহমান শফি। এস. এস হেলথ কেয়ারের (এম ডি) এম. এ তাহের সাহেবের  উপস্থাপনায় আগত প্রধান অতিথি ও শিল্পীদের পু®পস্তবকে অভিষিক্ত করেন ডাঃ নুরুজ্জামান মাইজ ভান্ডারী ও তাঁর ভক্তবৃন্দ।
ওস্তাদ শফি মন্ডল লালন গীতি, শ্যামা কাওয়ালী গান গেয়ে উপস্থিত হাজারো শ্রোতাদের মুগ্ধ করেন। মুহর্মহু করতালীতে মুগ্ধ শ্রোতারা শিল্পীদের অভিনন্দিত করেন। ওস্তাদ শফি মন্ডল দেশের বিভিন্ন রেডিও ও টেলিভিসন অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। সরকারী বেসরকারী উদ্দ্যেগে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে গান পরিবেশন করে কুড়িয়েছেন প্রচুর খ্যাতি বয়ে এনেছেন অসামান্য সম্মান। ওরশ অনুষ্ঠানে সুর তরঙ্গ বিদ্যা নিকেতন কীর্তি মান শিল্পীকে বাঘার সঙ্গীত প্রিয় শ্রোতাদের সামনে উপস্থাপন করে কৃতজ্ঞ ভাজন হয়েছেন। বাঘা বাসি প্রত্যাশা করেন, সুর তরঙ্গ আগামীতে নবীন-প্রবিন শিল্পিদের তাদের নিয়মিত অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করে দায় বদ্দতার পরিচয় দিবেন। সঙ্গীতের উত্তরনে এসব আয়োজন নিঃসন্দেহে ইতিবাচক ভুমিকা রাখবে।
                                        
Ruby