মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

৭ মার্চ ও বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুপরিষদ

হাকিকুল ইসলাম (খাকন) :: যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ যথাযগ্যে মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে। এ উপলক্ষ্যে শনিবার  ১০ মার্চ শনিবার নিউইয়র্কেও জ্যামাকার এক রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদের সভায়সবাপত্ত্ব করেন সংগট৯ইর সভাপতি ড. নুরুননবী। ব্যাপকউৎসাহউদ্দীপনারমাঝে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। এতে অন্যান্যদেরমাঝে বক্তব্য রাখেন সংগঠনেরসাধারণসম্পাদকশিতাংশ গুহ,রতনবড়ুয়া,হাসানুর রহমান,হাকিকুল ইসলাম (খাকন,ডা:মাসুদুল হাসান,আবদুর রহিম বাদসা, সামসুল আলম, আজিজুলহক খোকন, শাহাদাৎ হোসেন, ড. জীনাতনবী, ফাহীম রেজানুর, ফাইজুল্লাহ খান রুবেল, হিরু ভূইয়া, এম আনোয়ার, ওয়াসির রহমান,ইসমাইল হোসেনআনসারী, কবি নিখিলকুমার রায়,নুরুজ্জামান,বুলবুল ইসলাম,মোঃ সোলাইমান আলী,সাঈদুররহমান দস্তগীর, দেওয়ানআশরাফুলআলম, দুলালমিয়া ( হাজীএনাম),লুৎফুন্নাহারলতাপ্রমুখ।

এরআগে এক সাংগঠনিক সভায় জানানো হয় যে, আগামী ১৭ জুন রোববার ক্লাবসনমে বঙ্গবন্ধু সম্মেলন ও বঙ্গবন্দু স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এতে স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট বুদ্ধিজীবি অধ্যাপক মুনতাসির মামুন। সভায় ফাহিম রেজানুরকে ম্যাগাজিন উপ-কমিটিএবং সোলাইমান আলীকে অর্থ উপকমিটির আহবায়ক করে দুটি কমিটি গঠন করা হয়। এতে সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিস্তারিতআলোচনাহয়।
বঙ্গবন্ধুর জন্মদিন ও ৭ মার্চ আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম নাহলেবাংলাদেশে জন্ম হতোনা। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছেন বলেই আজ আমর আমেরিকায়। অথচ আমরা বঙ্গবন্ধুকে আমরাভুলেগেছি। যারা বঙ্গবন্ধুর বিরোধীতা কওে তারা জাতীয় বেঈমান। দেশ প্রেমিক নাগরিকদের উচিত নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সাথে পরিচিত করানো।

সভায় বক্তাগণ যততাড়াতাড়ি সম্ভব যুদ্ধাপরাধীদেও বিচার সম্পন্ন করা এবং সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফেরতএনে সাজা কার্যকর করার আহবান জানানো হয়।খবর বাপসনিঊজ.
Ruby