সোমবার, ১২ মার্চ, ২০১২

চট্টগ্রামের খবর পড়তে এখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে অনিয়মের অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো ::
চট্টগ্রাম বন্দরে অনিয়মের অভিযোগে পিতা পুত্রকে আটক করেছে নিরাপত্তা বিভাগের কর্মীরা। গতকাল সোমবার দুপুর দেড়টায় নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) থেকে এ্যাসেসম্যান্ট (শুল্কায়ন সংক্রান্ত পরিমাপ) করার আগে গাড়িতে পণ্য বোঝাই করে নিয়ে যাওয়ার অভিযোগে এদের আটক করে বন্দর থানায় হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। আটককৃতরা হলেন, আবদুল মোনাফক (৫৫) ও তার ছেলে আফসার হোসেন (২৭)। বন্দর সূত্রে জানা গেছে, পণ্য এ্যাসেসম্যান্ট করার আগেই গাড়িতে করে ৫২১ বেল কাপড় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মোনাফ ও তার ছেলে  এসময় বন্দরের নিরাপত্তাকর্মীরা তাদের আটক করে। আটককৃত পিতা পুত্রকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানালেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ হোসেন । এ বিষয়ে যোগাযোগ করা হলে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)  নুরুল আফসার ভূঁইয়া বলেন, বন্দর থেকে অনিয়মের মাধ্যমে পণ্য নিয়ে যাওয়ার অভিযোগে দুইজনকে থানায় সোপর্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। তিনি বলেন এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে । চট্টগ্রাম ব্যুরো, ১২ মার্চ ২০১২

টোকাইদের দেয়া আগুনে জলে গেছে পাশের পাহাড় চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেল
                          বিমান বাহিনীর রাডার স্টেশন 
 
জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে অল্পের জন্য  অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বিমান বাহিনীর একটি রাডার স্টেশন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায়  চট্টগ্রামের আনোয়ারা বটতলী এলাকায় বিমান বাহিনীর ওই  রাডারের পাশের পাহাড়ে টাকাই ছেলেরা আগুন লাগিয়ে দিলে আগুনের লেলিহান শিখায় রাড়ার স্টেশনটি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ছিল। তবে রাডার স্টেশন রক্ষায় ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার দ্রুত চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রনে আনায় ক্ষয়ক্ষতি তেন হয়নি বলে জানা গেছে। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নেভানোর কাজে নিয়োজিত কর্মীদের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্মীদের হিমশিম খেতে হয়েছে।  এলাকায় টোকাই ছেলেরা পাহাড়ে আগুন দেয় বলে জানান  লামার বাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা শুভ বড়–য়া। তিনি বলেন, বিমান বাহিনীর ৭৪ নম্বর স্কোয়ার ডং এর পাশের পাহাড়ে আগুণ লাগে। তবে রাডার স্টেশনে কোনো সমস্যা হয়নি। সব কিছু স্বাভাবিক আছে। চট্টগ্রাম ব্যুরো, ১২ মার্চ ২০১২


চট্টগ্রামে প্রবাসী স্ত্রী বেবী হত্যার পাঁচ খুনীর স্বীকারোক্তি আলমীরার চাবি না দিয়ে জোরে চিৎকার দিলে জবাই করি 
জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: বেবীর স্ব ইচ্ছায় ৫ হাজার টাকা দিতে চাইলে  তাকে ছুরির ভয় দেখিয়ে জোর পূর্বক তার বেড রুমে নিয়ে যাই । বেবী  ৫ হাজার টাকার বেশী দিতে পারবেনা বললে তার গলায় ছুরি ধরে আলমীরা ও ওয়ারড্রপ এর চাবি বের করে দিতে বলি। বেবী চাবি না দিয়ে জোরে চিৎকার দিলে বেবীকে গলাকেটে হত্যা করে মালামাল নিয়ে চম্পট দিই। চট্টগ্রাম নগরীতে বেবী হত্যার গ্রেফতারকৃত খুনীরা পুলিশের কাছে হত্যার পুরো ঘটনা বর্ণনা করতে গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই সব তথ্য জানায়। গত ৭২ ঘন্টা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী জেলা সমূহে টানা অভিযান চালিয়ে ৫ জন খুনীকে গ্রেফতার করে পুলিশ।  বিভিন্ন নির্মানাধীন বিল্ডিং এ রাজমিস্ত্রী, টাইলস্ মিস্ত্রি, পাইপ পিটিং মিস্ত্রী ও রং মিস্ত্রির কাজ নিয়ে উক্ত বিল্ডিং ও আশপাশের ভবনে  দিনে রাতে সুযোগ বুঝে ডাকাতি করাই ওদের পেশা । এর আগে  ১৭ ফেব্র“য়ারী জুমুর নামাজের সময় নগরীর বাকলিয়া থানাধীনথানাধীন রসুল বাগ আবাসিক এলাকার এ ব্লক’র ১৮৫ নং বিল্ডিংয়ের মালিক ২য় তলার বাসিন্দা বেবীর বেড রুমে প্রবেশ করে বেবীকে ধারারো চোরা দিয়ে জবাই করে বাসার ভিতর থাকা স্বর্নালংকার, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ডাকাতি করে নিয়ে যায় নিজস্ব ভবনের কাজে নিয়োজিত রাজ মিস্ত্রিরা।  যার অনুমান মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা।  বেবীর স্বামী প্রবাস জীবন কাটায় ওই দিন বেবীর ছোট ভাই রাউজান গহিরা ধলই গ্রামের মো. আবুল হোসেনের পুত্র মোঃ ইউনুস  বাদী হয়ে বাকলিয়া থানার একটি মামলা (নং-১২) দায়ের করেন। পুলিশ জানায়, মালা দায়েরের পর খুনীদের গ্রেফাতার  ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য উপ-পুলিশ কমিশনার(উত্তর)  আমেনা বেগম সহকারী পুলিশ কমিশনার(ডিবি)’ কে সহায়তার করার জন্য নির্দেশ দিলে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(ডিবি)  এস.এম তানভীর আরাফাত, পিপিএম, মামলার রহস্য উদঘাটনের জন্য গোয়েন্দা পুলিশদের নিয়ে একটি টিম গঠন করেন। উক্ত টিমের সদস্য এসআই মোহাম্মদ আজিজ আহমেদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনছার আলী সহ ব্যাপক গোয়েন্দা তথ্য সংগ্রহ করে টানা অভিযান চালিয়ে পাঁচলাইশ থানাধীন সুন্নিয়া মাদ্রাসা এলাকা  হতে আসামী  মোঃ আলী’ কে গ্রেফতার করে তার দেওয়া  তথ্যের ভিত্তিতে চান্দগাঁও ধানাধীন বহদ্দার হাট কাঁচা বাজার এলাকা হতে মোঃ সোহাগ(২২)’ কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা বেবী কে হত্যা করে মালামাল ডাকাতি করার কথা স্বীকার করে। পরবর্তীতে উক্ত আসামীদের দেওয়া তথ্য মতে নোয়াখালী জেলার চরজব্বর থানা এলাকা হতে  মোঃ  শহিদুল ইসলাম প্রকাশ ইলিয়াছ’কে গ্রেফতার করে তার নিকট হতে ভিকটিমের ব্যবহৃত নকিয়া মোবাইল ফোন এবং ব্যবহৃত গলার স্বর্ণের হারটি উদ্ধার করা হয়। উক্ত আসামীদের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর থানাধীন পোর্ট কলোনী এলাকা হতে আসামী মোঃ সোহাগ’কে গ্রেফতার করে তাদের তথ্যের ভিত্তিতে পোর্ট কলোনী এলাকা হতে অপর আসামী  মোঃ হান্নান’ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, ইলিয়াছ হালিশহর বড়পুল এলাকায় ও বহদ্দার হাট এলাকা হতে গ্রেফতারকৃত আসামীরা সহ ৭/৮ জন বিভিন্ন পেশার লোকজন সংগ্রহ করে ৩টি ধারালো বড় ছুরি নিয়ে দুপুর ওই দিন দেড়টায় ইলিয়াছ বেবীর বাসার দরজায় টাইলস্ মিস্ত্রির পরিচয় দিয়ে দরজা খোলার জন্য বলে। ভিকটিম পূর্বপরিচিত টাইলস্ মিস্ত্রী ইলিয়াছের কন্ঠ শুনে দরজা খুলে দিলে সাথে ইলিয়াছের সহযোগীরা ভিকটিমের বাসায় প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং আসামীর নিকট থাকা ৩টি ছুরি বের করে স্বর্ণালংকার ও টাকা পয়সা দিয়ে দিতে বলে। ভিকটিম স্ব ইচ্ছায় ৫ হাজার টাকা দিতে বলিলে আসামীগন তাকে ছুরির ভয় দেখিয়ে জোর পূর্বক তার বেড রুমে নিয়ে যায়। ভিকটিম ৫ হাজার টাকার বেশী দিতে পারবেনা বললে আসামীগন তার গলায় ছুরি ধরে আলমীরা ও ওয়ারড্রপ এর চাবি বের করে দিতে বলে। ভিকটিম চাবি না দিয়ে জোরে চিৎকার দিলে আসামীগন ভিকটিম বেবীকে গলাকেটে হত্যা করে তার বাসার আলমীরা ও ওয়ারড্রপের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিস পত্র ডাকাতি করে নিয়ে যায়। চট্টগ্রাম ব্যুরো, ১২ মার্চ ২০১২



চিটাগাং সংবাদ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভায় হকারদের নামে ডিপিএস চালু করা সহ ১৪টি প্রস্তাব অনুমোদিত

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: গত রবিবার সন্ধ্যায় নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২১ তম বার্ষিক সাধারণ সভায় ২০১০-২০১১ সালের বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন, সম্পূরক মূলধন বাজেট ও রাজস্ব বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বিগত অডিট প্রতিবেদনের সুপারিশের আলোকে উপ আইনের সাথে অসংগতিপূর্ণ ২৯ জনের সদস্যপদ বাতিল ও শেয়ার বাজেয়াপ্ত করা হয়।সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় উপ-আইনের সাথে অসংগতিপূর্ণ আরো যেসব সদস্য অবৈধভাবে বহাল আছে, তাহাদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব দেয়া হয়। সভায় সমিতির নিয়োগকৃত পাঁচ কর্মচারীর নিয়োগ এবং উপদেষ্টাসহ শুভানুধ্যায়ীদের দেয়া সৌজন্য পত্রিকা বরাদ্দ অনুমোদন করা হয়। সভায় ১৯৯৪-১৯৯৫ হইতে ২০০৮-২০০৯ সাল পর্যন্ত হিসাব বহির্ভূতকরণ পূর্বক তাহা আদায় করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়। সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভার শুরুতে কোরান তেলওয়াত করেন প্রাক্তন পরিচালক আবুল হাশেম। সাধারণ সভার উদ্বোধন ঘোষনা করেন সমিতির অন্যতম উপদেষ্টা ও মিরসরাই উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি সমবায় সমিতিকে আরো শক্তিশালী করতে সকল সদস্যকে সমিতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ সোলায়মান। তিনি বলেন, সমিতির সকল হকার এবং সদস্যদের কর্মকান্ড এবং সাফল্য বৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রাম জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক মোস্তফা খোকনের পরিচালনায় অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় সমিতির সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন ২০১০-২০১১ বর্ষের বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন, সম্পূরক মূলধন ও সম্পূরক রাজস্ব বাজেট ২০১১-১২ বর্ষের প্রস্তাবিত মূলধন বাজেট ও রাজস্ব বাজেট উপস্থাপন করেন এবং এর উপর আলোচনায় অংশ নেন সমিতির পরিচালক আবুল বশর, নজীর আহমদ, আবদুর রহিম, আলী আকবর মজুমদার, সাবেক সম্পাদক মকবুল হোসেন সরকার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ১৪টি সিদ্ধান্ত ও প্রস্তাব অনুমোদিত হয় এবং ২০১১-২০১২ আর্থিক বছরের জন্য ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন হতে হকার সদস্যদের প্রত্যেকের নামে ডিপিএস চালু করা হবে। সভায় পুলিশ প্রশাসন ও সমবায় কর্তৃপক্ষের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।




চট্টগ্রামে প্রতারণার অভিযোগে মেয়ের বিরুদ্ধে মা’র মামলা
জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মেয়ের বিরুদ্ধে আদালতে মামলা করলেন নিজ মা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা হয়েছে। বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডীতে গত ২২ ফেব্র“য়ারি বোয়ালখালী সহকারী জজ আদালত পটিয়ায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব গোমদন্ডীস্থ মুফতি পাড়া এলাকার মরহুম নুরুর রহমান মৃত্যুর পূর্বে ২০০২ সালের ২২ মে তারিখ আর.এস খতিয়ান ২৮৩১/২৪৭৬, বি.এস খতিয়ান ২৬২৯, আর.এস দাগ ৯৪২৪/৯৪২৫, বি.এস দাগ ১৩৩০৪/১৩৩০৩ এর আন্দরে ৫ শতক ভূমি নিজ স্ত্রী রাবিয়া খাতুনকে দানপত্র মূলে রেজিষ্ট্রারী প্রদান করেন।
জানা যায়, নুরুর রহমান ও রাবিয়া খাতুনের ঔরশ জাত তিন ছেলে। তিন মেয়ে থাকলেও ছেলেরা তাদের তিন মেয়েদের ভরণ পোষণ, লেখা-পড়া ও বিয়ে সাদির যথাযথ ব্যবস্থা করে আসেন। এরই মধ্যে নিজ ছেলেদের নিকট হতে বৃদ্ধ রাবিয়াকে দ্বিতীয় মেয়ে উপজেলার আহলা সাধারপাড়ায় বিয়ে দেয়া মো. ইলিয়াছের স্ত্রী সাহিদা আক্তার কৌশলে বেড়াতে নিয়ে যায়। সাহিদার শ্বশুরালয়ে রাবিয়া খাতুন অবস্থান করাকালে ছোট মেয়ে উপজেলার পোপাদিয়ার আকুবদন্ডীর ছৈয়দ আলমের স্ত্রী জোবাইদা নাসরিন গং সুকৌশলে নিজ মাকে ডাক্তার দেখাবে বলে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে গিয়ে একটি ঘরে অপরিচিত ব্যক্তিদ্বারা চিকিৎসার ব্যাপারে প্রয়োজন বলে উলে¬খ করে কয়েকটি স্ট্যাম্পে টিপসহি নিয়ে ফেলে। চট্টগ্রাম ব্যুরো, ১২ মার্চ ২০১২



৭ মার্চ ও বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুপরিষদ
জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো: যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ যথাযগ্যে মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে। এ উপলক্ষ্যে  গত শনিবার  নিউইয়র্কেও জ্যামাকার এক রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদের সভায়সবাপত্ত্ব করেন সংগট৯ইর সভাপতি ড. নুরুননবী। ব্যাপকউৎসাহউদ্দীপনারমাঝে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। এতে অন্যান্যদেরমাঝে বক্তব্য রাখেন সংগঠনেরসাধারণসম্পাদকশিতাংশ গুহ,রতনবড়ুয়া,হাসানুর রহমান,হাকিকুল ইসলাম (খাকন,ডা:মাসুদুল হাসান,আবদুর রহিম বাদসা, সামসুল আলম, আজিজুলহক খোকন, শাহাদাৎ হোসেন, ড. জীনাতনবী, ফাহীম রেজানুর, ফাইজুল¬াহ খান রুবেল, হিরু ভূইয়া, এম আনোয়ার, ওয়াসির রহমান,ইসমাইল হোসেনআনসারী, কবি নিখিলকুমার রায়,নুরুজ্জামান,বুলবুল ইসলাম,মোঃ সোলাইমান আলী,সাঈদুররহমান দস্তগীর, দেওয়ানআশরাফুলআলম, দুলালমিয়া ( হাজীএনাম),লুৎফুন্নাহারলতাপ্রমুখ।
এরআগে এক সাংগঠনিক সভায় জানানো হয় যে, আগামী ১৭ জুন রোববার ক্লাবসনমে বঙ্গবন্ধু সম্মেলন ও বঙ্গবন্দু স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এতে স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট বুদ্ধিজীবি অধ্যাপক মুনতাসির মামুন। সভায় ফাহিম রেজানুরকে ম্যাগাজিন উপ-কমিটিএবং সোলাইমান আলীকে অর্থ উপকমিটির আহবায়ক করে দুটি কমিটি গঠন করা হয়। এতে সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিস্তারিতআলোচনাহয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও ৭ মার্চ আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম নাহলেবাংলাদেশে জন্ম হতোনা। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছেন বলেই আজ আমর াআমেরিকায়। অথচ আমরা বঙ্গবন্ধুকে আমরাভুলেগেছি। যারা বঙ্গবন্ধুর বিরোধীতা কওে তারা জাতীয় বেঈমান। দেশ প্রেমিক নাগরিকদের উচিত নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সাথে পরিচিত করানো।সভায় বক্তাগণ যততাড়াতাড়ি সম্ভব যুদ্ধাপরাধীদেও বিচার সম্পন্ন করা এবং সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফেরতএনে সাজা কার্যকর করার আহবান জানানো হয়।




Ruby