সোমবার, ২৬ মার্চ, ২০১২

নওগাঁয় আগুনে পুড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁয় শহরের খাস নওগাঁ মহল্লায় হারিকেন জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নওগাঁ শহরের চাল বাজারের নৈশ প্রহরী খলিলুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে তার স্ত্রী রাবেয়া খাতুন (৫০) রান্না ঘরে হারিকেন জ্বালাতে যান। অসাবধানতা বশতঃ তার শাড়ীতে আগুন লাগলে তার সমস্ত শরীর মারাত্মক দগ্ধ হয়। স্ত্রীর চিৎকারে তিনি এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই নাজনীন আকতার জানান, নিহত গৃহবধূর ওয়ারিশদের কোন অভিযোগ না থাকায় থানায় কোন মামলা হয়নি। নিহত রাবেয়ার বড় ভাই নওগাঁ শহরের পাটালীর মোড় মহল্লার মৃত হাসেন আলীর ছেলে ফারুক হোসেন জানান, রাজশাহী থেকে লাশ নিয়ে বিকেলেই দাফন করা হয়েছে।#

Ruby