বুধবার, ১৪ মার্চ, ২০১২

কবিতা ‘টোকাই’ কবি-মোঃ কলিমুদ্দিন মিঞা

‘টোকাই’
কবি-মোঃ কলিমুদ্দিন মিঞা

এই ছোঁড়া তোর নাম কিরে?
করিস কি তুই লোকের ভিড়ে!
হেথা দেখি নিত্য ভোর!
মা-বাপ-ভাই নাইকি তোর?
থাকিস কোথায় খাসবা কি?
আমার কাছে বল দেখি?

আমার নাম সুরুজ আলী,
ঘুরি কেবল অলি গলি,
একাত্তরের যুদ্ধ কালে-
মা-বাপ গেছে গুলির তলে।
ঈশ্বর্দীর ঐ ইষ্টিশনে
থাকি আমি রাত্রি দিনে।
ক্ষুধার জ্বালায় পরান যায়,
হাত পেতে তাই ভিক্ষা চায়।
কারো মনে দয়া হলে
দু’চারটা পয়সা মিলে।
ওটা দিয়ে মুড়ি কিনি,
পেটের জ্বালায় খাই তখুনি।

আঁ-! তাহলে তুই ভাত খাসনা?
ভাত পাব কৈই কেউ দেয়না!
হোটেলের ঐ, এঁটেচুটে
ফেলে দিলে খায় তা খুটে,
তাইতে কি সুখ আছে ভাই
কুকুর শালাও ভাগ বসাই।
  
Ruby