বুধবার, ৭ মার্চ, ২০১২

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার সুরক্ষায় সংশি¬ষ্টদের করণীয় শীর্ষ সেমিনার অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :: বাংলাদেশ অবসর প্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি ও ওয়াল্ডভিশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে গতকাল বুধবার ঠাকুরগাঁও পুলিশ ট্রেনিং ইন্সটিটিউটে শিশু অধিকার সুরক্ষায় সংশি¬ষ্টদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, পুলিশ অফিসার কল্যাণ সমিতির নির্বাহী সদস্য প্রাক্তন ডিআইজি ওয়ালিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ অবসর প্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির যুগ্ম মহা সচিব প্রাক্তন পুলিশ সুপার মোঃ গোলাম মর্তুজা। সেমিনারে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল¬া, জেলা শিক্ষা অফিসার ফজলে আলম, ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ গোপাল চক্রবর্তী, পৌর কাউন্সিলর আতাউর রহমান, দ্রৌপদী দেবী আগরওয়ালা, পারুল বেগম, সাংবাদিক মনসুর আলী প্রমুখ। সেমিনারে পুলিশ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন।
Ruby