বুধবার, ৭ মার্চ, ২০১২

মহাদেবপুরে এলসিএস প্রকল্পের শ্রমিদের বেতনের অর্থ আতœসাতের অভিযোগ

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অধিদপ্তরের এলসিএস প্রকল্পের ৬৬ জন শ্রমিকের এক মাসের বেতনের অর্থ আতœসাতের অভিযোগ পাওয়া গেছে।  জানা গেছে গত ২০১০-১১ অর্থ বছরে উপজেলায় এলসিএস প্রকল্পে ৬২ জন মহিলা শ্রমিক ও ৪ জন সুপারভাইজারকে ২০১০ সালে ১২ আগষ্ট উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে সিও আবুল কাশেম ১০ মাসের জন্য নিয়োগ দেন। এর মধ্য সিও আবুল কাশেম শ্রমিকদের ৮ মাসের বেতন প্রদান করেন। উপজেলা প্রকৌশলী একে রিয়াজ উদ্দীন ও হিসাব রক্ষন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও সিও আবুল কাশেম যোগসাজসে শ্রমিকদের বাঁকি ১ মাসের বেতনের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই প্রকল্পের সুপারভাইজার উপজেলার ভালাইন গ্রামের মৃত স ম  সরদারের পুত্র হাকিম সরদার দূনীতি দূমন কর্মিশন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণলয়সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন। শ্রমিকেরা তাদের বেতন চাইতে গেলে প্রকৌশলী একে রিয়াজ উদ্দীন ও হিসাব রক্ষক মোজ্জায়েম হোসেন শ্রমিকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রর্দন করে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। #
Ruby