সোমবার, ২৬ মার্চ, ২০১২

বিশ্বের সবচেয়ে মেদবহুল নারী হওয়ার স্বপ্নে…

undefinedবাঘা নিউজ ডটকম :: বিশ্বে ৭ শ’ কোটি মানুষ। বিচিত্র তাদের খেয়াল। যেখানে আজ সৌন্দর্য-সচেতন নারীরা ওজন কমিয়ে ‘জিরো ফিগার’ বানাতে চান, সেখানে বিশ্বের সবচেয়ে মেদবহুল নারীর খেতাব জিততে চান সুসান এমান (৩৩)। দুই সন্তানের মা তিনি। সুসান তার স্বপ্নের কথা জানালেন। গত বছর তিনি বিশ্বের সবচেয়ে মেদবহুল নারীর খেতাব জিততে চেয়েছিলেন। ৭৩০ কেজি বা ১ হাজার ৬ শ’ পাউন্ড ওজন নিয়ে বিশ্বের সবচেয়ে ওজনদার মানুষের খেতাব জেতার প্রত্যয়ে নিজেকে গড়ছেন তিনি। বর্তমানে তার ওজন ৭৫৬ পাউন্ড বা ৩৪১ কেজি। বিয়ে করতে চলেছেন একজন পেশাদার বাবুর্চিকে। নাম পার্কার। ইন্টারনেটে পরিচয়। প্রেম থেকেই পরিণয়ের এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। আংটি পরানো হয়ে গেছে। ফলে, সুসানের খাওয়া নিয়ে কোন চিন্তাই রইলো না। আর না খেলে, মেদ জমবে কোথা থেকে। প্রেমিকেরও সুসানের স্বপ্ন নিয়ে কোন দ্বিমত নেই। বরং মোটা মহিলাদেরকেই পছন্দ পার্কারের। সুসানকে তাই অনুপ্রাণিত করাই এখন তার মূল কাজ। ঘরের যাবতীয় কাজ সারেন পার্কার নিজেই। একসঙ্গে হাঁটেন, সাঁতার কাটেন, সুসানকে যে কোন কাজে সাহায্য করেন। তবে, ওজন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই হাঁটার ক্ষমতা হারাচ্ছেন তিনি। অল্পতেই হাঁপিয়ে উঠছেন। শুধু অসুস্থ হয়ে বিছানায় পড়তে রাজি নন সুসান। নিজেকে প্রতিষ্ঠিত করতে কোন বাধাই যে বাধা নয়। আর তাই নিয়মিত ব্যায়াম করছেন। বাকি সব ঠিক আছে।
Ruby