রবিবার, ২৫ মার্চ, ২০১২

দেশের মানুষ তৃতীয় রাজনৈতিক শক্তি দেখতে চায় -আ স ম আব্দুর রব

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: দেশের মানুষ দুই জোটের হাত থেকে মুক্তি পেতে এখন তৃতীয় রাজনৈতিক শক্তি দেখতে চায়। এই দু’টি জোটের অননিয়ম, দূণীতি, অপশাসন আর নির্যাতন থেকে দেশবাসীকে বাঁচাতে বর্তমান সমাজের চাহিদানুযায়ী নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব শনিবার নাটোর জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, দেশ পরিচালনায় সমগ্র দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের অসম্পূর্ণ কথা লিখবেন না পুরোটা লিখবেন পছন্দ না হলে লিখবেন না প্রয়োজনে গালি দিবেন। আমরা তাতেই সন্তুষ্ট। তিনি বলেন, জেএসডি তালির চেয়ে গালি বেশী পছন্দ করে কারণ তাতে করে নিজেদের ভুল সংশোধন করা সহজ হয়। এছাড়া তিনি দাবী করেন জেএসডি জাতির দুঃসময়ে জাতিকে দিক নির্দেশনা দিয়েছে। অপরদিকে তিনি ৭ এপ্রিল সকলকে ঢাকা যাওয়ার আহবান জানান। এর আগে জাতীয় ও দলীয় পতাকা তুলে বিভাগীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জেএসডি’র রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মোঃ আব্দুস সালাম। সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সিরাজগঞ্জ জেএসডির সভাপতি মোসলেমুদ্দিন খোকা, বগুড়া জেএসডির সভাপতি জহুরুল হক পান্না, পাবনার জেএসডির সভাপতি তারেক আহমেদ, রাজশাহী মহানগর জেএসডির সভাপতি অ্যাডভোকেট এএসএম জামান, নাটোর জেলা জেএসডির সভাপতি আতিকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিলন দেব। এসমাবেশে রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী যোগ দেন।
Ruby