বুধবার, ৭ মার্চ, ২০১২

নাটোর সরকারী শিশু পরিবার শান্ত দুটি তদন্ত কমিটি গঠন অভিযুক্তদের প্রত্যাহার

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: এতিম শিশুদের নিুমানের খাবার সরবরাহ, অনিয়ম এবং দূর্নীতির প্রতিবাদে সড়ক অবরোধের পর অভিযুক্ত সহকারী তত্বাবধায়ক রাবেয়া খাতুন, কারিগরি প্রশিক্ষক জাকির হোসেন ও পরিবারের বড় ভাইয়া এখলাছ উদ্দিনকে সদর দপ্তরে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে নির্বাহী ম্যাজিষ্টেট সরকার মোহাম্মদ রায়হানের নেতৃত্বে তিন সদস্যের কমিটির পর অধিকতর তদন্তের জন্য নতুন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদকে প্রধান করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মঙ্গলবার থেকেই কাজা শুরু করেছে। কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
    এদিকে ঠিকাদার মনছুর রহমান মঙ্গলবার বিকেলে জানান, তিনি খাদ্য সরবরাহের টেন্ডারে অংশ নিয়ে বিধি অনুযায়ী ঠিকাদার নির্বাচিত হন। কৈ মাছের কোন বরাদ্দ নেই। কাজেই ২০ টাকা কেজি দরে কৈ মাছ সরবরাহের প্রশ্নই আসেনা। তবে শিশুদের জন্য লেপ,তোষক,চাদর ও বালিশের কভার সরবরাহ দরপত্রের বিষয়ে বরাদ্দ প্রাপ্তির শর্ত থাকার কারনে তদবির করতে হয়। তার সরবরাহকৃত খাদ্য সামগ্রী মান যাচাই করেই কমিটি গ্রহণ করে। শিশু পরিবারের দেওয়া তালিকা অনুযায়ী খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। শিশু পরিবারের কিছু কর্মকর্তা কর্মচারী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে শিশুদের উত্যক্ত করার মিথ্যা অভিযোগ তুলেছেন। টানা ৩০ বছর ধরে তার শিশু পরিবারের ঠিকাদার হিসেবে নিয়োজিত থাকার অভিযোগটিও সঠিক নয়। গত ৩০ বছরে এখানে আরো ৬জন ঠিকাদার কাজ করেছেন।
Ruby