শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও সোনার বাংলা দেখে যেতে চান সুকুমার রায়

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউপির মধুবন কাঁঠাল বাগান এলাকার মৃত যতিন্দ্রনাথ রায়ের পুত্র সুকুমার রায়(৬০)  যুদ্ধাপরাধীদের ফাঁসি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা দেখে যেতে চান। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন এদেশের মানুষকে মুক্ত করার লক্ষ্যে। দীর্ঘ নয় মাস স্থায়ী যুদ্ধে লাখ লাখ মানুষের জীবন আর মা-বোনের সম্ভমের বিনিময়ে অর্জিত আমাদের কাংখিত স্বাধীনতা ফিরে এল। পাকসৈনাদের জুলুম আর নির্যাতনের হাত থেকে মুক্ত হল এদেশের মানুষ। একটি স্বাধীন দেশ পেলাম বটে কিন্ত রয়েই গেল রাজাকারÑআলবদরদের চক্রান্ত। সেই চক্রান্ত কারীরা বাঁচতে দিল না স্বাধীনতার মহান নায়ক, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই মহান নেতার ডাকে লাখো বীর বাঙ্গালী ঝাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। অথচ সেই নেতাকে স-পরিবারে হত্যা করতে কাঁপেনি ঘাতকদের হাত। যারা এ নেতার পরিবারকে হত্যা করল তারা ছিল পাক-দৌসরদের সহযোগী। তাহলে তাদের ফাঁসি কেন হবে না জিঞ্জাসা মুক্তিযোদ্ধা সুকুমার রায়ের! তিনি ক্ষোভের সাথে এ প্রতিনিধিকে জানান, পাকসৈনা দোসরদের দাপটে আজও বাংলার সাধারন মানুষ তাদের নিকট জিম্মি হয়ে আছে। আর কত দিন, কত বছর তাদের রষানল থেকে এদেশের মানুষ মুক্তি পাবে। কবে এদেশে বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার। কবে এদেশের মানুষ প্রান খুলে হাসতে পারবে। কবে এদেশের মানুষ স্বাধীনতা কামী সৈনিক হিসাবে ভাবতে পারবে। মুক্তিযোদ্ধা সুকুমার রায় বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি দ্রত বাংলার মাঠিতে কার্যকর হলে ওইসব পাকদোসরদের দৌরাতœ শেষ হবে এবং তাদের লালসার রষানল থেকে সাধারন মানুষ মুক্তি পাবে। ফিরে আসবে বাংলার ঘরে ঘরে দেশত্ববোধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন সোনার বাংলা সোনায় পরিনত হবে। মুক্তিযোদ্ধা সুকুমার রায় স্বাধীনতার পর থেকে কঠোর দারিদ্রকে হার মানিয়ে কৃষি কাজ করে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে কোন রকমে দিন অতিবাহিত করলেও ভুলতে পারেনি রাজাকার আল বদরদের চক্রান্তের জাল। তিনি দ্রত যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কাযকর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা সোনায় পরিনতর্ করার জন্য শেখ হাসিনা সরকারের প্রতি জোরালো দাবী জানান এবং সেই সাথে এদেশের জনগনকে এ রায়কে সমর্থনের জন্য আকুল আবেদন করেন।
Ruby