সোমবার, ২৬ মার্চ, ২০১২

নওগাঁর বদলগাছীতে ব্র্যাক পেইসের উদোগ্যে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর বদলগাছী উপজেলার ব্রাক শিক্ষা কর্মসুচীর (পেইস) উদ্যোগ্যে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বদলগাছী টেকনিক্যাল এন্ড ব্যানিজ্যিক কলেজে “সু-শিক্ষায় পরিবারই নয়, শিক্ষকের ভূমিকাই মূখ্য“ এর পক্ষে বিপক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয়, ভাতশাইল উচ্চ বিদ্যালয়, মথুরাপুর উচ্চ বিদ্যালয়, গোবরচাপা উচ্চ বিদ্যালয়,  গয়েশপুর উচ্চ বিদ্যালয়, কার্তিকহার উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও  কদমগাছী উচ্চ বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। টর্চে জিতে কদমগাছী উচ্চ বিদ্যালয় এর পক্ষে ও কার্তিকহার উচ্চ বিদ্যালয় বিপক্ষে চুড়ান্ত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। এতে কদমগাছী উচ্চ বিদ্যালয় চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কদমগাছী উচ্চ বিদ্যালয়ের দলনেতা উম্মে সালমা শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়। মর্ডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, বদলগাছী মহিলা কলেজের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, বদলগাছী টেকনিক্যাল ও ব্যাণিজ্যিক কলেজের অধ্যক্ষ জিন্নাত রশীদ আজাদও সমাজ সেবার রজত। বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক শাহাজাহান আলী, সাংবাদিক রায়হান আলম, প্রভাষক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক শাহিনুর রহমান ও সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার হাজেরা খাতুন।#
Ruby