skip to main |
skip to sidebar
স্বল্পবস্ত্র পরিহিতা স্নেহার ভিডিও চিত্র নিয়ে তোলপাড়
নগ্ন-অর্ধনগ্ন ফটোশুট কিংবা ভিডিও শুটের মাধ্যমে লাইম লাইটে আসা যেন এখন বলিউডের উঠতি অভিনেত্রীদের জন্য নিয়মে পরিণত হয়ে গেছে। ইতিমধ্যে নিজেদের হট ভিডিও ইন্টারনেটে ছেড়ে আলোচনায় আসতে সক্ষম হয়েছেন পুনম পান্ডে, মল্লিকা সারাওয়াত ও শারলিন চোপড়া। তবে এর মধ্যে মল্লিকা সারাওয়াতই সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত হওয়ার পাশাপাশি বলিউডে নিয়মিত কাজ করে চলেছেন। এ পথ ধরেই যেন হাঁটছেন স্নেহা উল্লালও। সমপ্রতি তিনি একটি তিন মিনিটের হট ভিডিও ক্লিপের মাধ্যমে নতুন করে আলোচনায় আসলেন। ‘লাকি-নো টাইম ফোর লাভ’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রেখেছিলেন এ অভিনেত্রী।