skip to main |
skip to sidebar
বন্যা মিশ্র মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২
বিনোদন ডেস্ক :: চন্ডিগড় কন্যা বন্যা মিশ্র এবার মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২ নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার মাথায় ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১২ এর মুকুট পরিয়ে দেয়া হয়। এবারের মিস ইন্ডিয়া আর্থ নির্বাচিত হয়েছেন পুনের ২৪ বছরের তরুণী প্রাচী মিশ্র। আর ২৩ বছর বয়সী চেন্নাই কন্যা রোচেল মারিয়া রাও নির্বাচিত হয়েছেন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। চূড়ান্তভাবে নির্বাচিত ২০ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে এ তিনজনকে নির্বাচিত করা হয়েছে। ১৯ বছর বয়সী বন্যা আসন্ন মিস ওয়ার্ল্ড ২০১২ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। আর প্রাচী এবং রোচেল যথাক্রমে মিস আর্থ ২০১২ এবং মিস ইন্টারন্যাশনাল ২০১২ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। ২০১০ সালে ফেমিনা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়ায় তারা এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কোন সুন্দরীকে পাঠাচ্ছে না। এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর, প্রযোজক একতা কাপুর, চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, ক্রিকেটার হরভাজন সিং, ডিজাইনার রঘবেন্দ্র রাঠোর, বাজাজ ফিমসার্ভের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিব বাজাজ, কণ্ঠশিল্পী সোনু নিগম এবং টেলিভিশন অভিনেতা শক্তি থানওয়ার।