শনিবার, ৩১ মার্চ, ২০১২

রাজারহাটে ৩৯জন এইচএসসি পরীক্ষার্থীর আমরন অনশন অধ্যক্ষ আঃ রাজ্জাকের বিরুদ্ধে মামলা

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে :: গত ৩০ মার্চ শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট মন্ডলের বাজার কারিগারী স্কুল এন্ড কলেজের ৩৯ জন এইচএসসি (বিএম)পরীক্ষার্থীর প্রবেশ পত্র না আসায় ভোক্তভোগী ছাত্র-ছাত্রীরা  অধ্যক্ষের শাস্তি ও প্রবেশ পত্রের দাবীতে উপজেলা পরিষদ শহীদ মিনারে আমরন অনশন শুরু করে। সারাদিন অনশনের পর প্রতারক আঃ রাজ্জাকের বিরুদ্ধে রাজারহাট থানায় প্রতারনার মামলা দায়ের হয়েছে।
ভোক্তভোগী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, উপজেলার মাত্র ২কিলোমিটার দুরত্বে মন্ডলের বাজার নামক স্থানে মন্ডলের বাজার কারিগারী স্কুল এন্ড কলেজ। ওই কলেজের অধ্যক্ষ আঃ রাজ্জাক কলেজেটির একাডেমিক স্বীকৃতি না পেয়েই বিভিন্ন টেড্রে শিক্ষক নিয়োগ করে ছাত্র-ছাত্রী ভর্তি করে। এবছর ওই ছাত্র-ছাত্রীরা এইচ এসসি (বিএম) শাখায় ফরম পূরন করে।  কিন্তু বোর্ড হতে কোন প্রবেশ পত্র না আসায় ফরম পূরনকারী ছাত্র-ছাত্রীরা হতাশায় পড়ে। ওই সব ছাত্র-ছাত্রীদের আজ ১এপ্রিল পরীক্ষা। ভোক্তভোগী ছাত্র-ছাত্রীরা কলেজ অধ্যক্ষ আঃ রাজ্জাকের নিকট গেলে তিনি ২৫ মার্চ পর্যন্ত সময় নিয়েছিলেন। কিন্তু গত রোববার পর্যন্ত প্রবেশ পত্র হাতে না পাওয়ায় হতাশাগ্রস্থ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা কলেজ অধ্যক্ষের বিচার দাবী করে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়া ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যে শিক্ষামন্ত্রনালয়,জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে বার বার স্বারকলিপি পেশ করেও কোন কাজ হয়নি। ফলে ভোক্তভোগী শিক্ষার্থীরা গত ৩০মার্চ রাজারহাট উপজেলা শহীদ মিনারে আমরন অনশন শুরু করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহেনুল ইসলাম প্রতারক আঃ রাজ্জাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আস্বাস দেয়। এছাড়া রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুল ইসলাম অনশনকারীদের কাছে গিয়ে ওই প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের আম্বাস দেয় এবং ওইদিন রাতে মামলা দায়ের করে। খোঁজ নিয়ে জানা যায়, ওই প্রতারক আঃ রাজ্জাক বিএম শাখার কোন ছাত্র-ছাত্রীর রেজিট্রেশন করতে পারেনি। অথচ তাদের ফরম পূরন করার অজুহাতে এক একজনের কাছ থেকে প্রায় ৩ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে। কিন্তু হতাশাগ্রস্থ ছাত্ররা কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, প্রতারক আঃ রাজ্জাকের কারনে আমাদের ভবিষ্যত জিবন অন্ধকারের দিকে চলে গেছে। হারানো একটি বছর আর কি ফিরে পাবো। এব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহেনুল ইসলাম জানান, প্রতারক আঃ রাজ্জাককে কলেজের কাগজ-পত্র নিয়ে স্বশরীরে কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। কিন্তু সে কৌশলে টাইম প্রেয়ার দিয়ে গা ঢাকা দেয়। তবে তার বিরুদ্ধে আইনানুহ ব্যবস্থা নেয়া হবে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুল ইসলাম বলেন, প্রতারনার মামলা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। #



রাজারহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরন

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমান ছাত্র পরিষদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নাককাটিরহাট আদর্শ কলেজে অনুষ্ঠিত খেলা-ধুলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আনিছুর রহমান, সাংগাঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, যুবদলের সভাপতি রমজান আলী শিকদার, সাধারন সম্পাদক আঃ কুদ্দুস, জেলা ছাত্রদলের বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি আঃ রাজ্জাক ও সাধারন সম্পাদক মোঃ নয়ন আলী। শেষে প্রধান অতিথি সোহেল হোসাইন কায়কোবাদ বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।#
Ruby