skip to main |
skip to sidebar
বাঘায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ক্রিড়া ও সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠানে -এমপি শাহরিয়ার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল রবিবার মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে দিন ব্যাপি পালিত হয় ক্রিড়া ও সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠান। অনুষ্ঠানে মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মঞ্জুর কাদির (পাঁচু) সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর চারঘাট-বাঘা-৬ আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বাঘা পৌরসভার মাননীয় চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুল করিম সরকার, সঙ্গীতানুষ্ঠান পরিচালনার দ্বায়িত্বে ছিলেন, মনিগ্রাম সূরতরঙ্গ বিদ্যানিকেতন সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সূরকার, কন্ঠশিল্পী ডাঃ নূরুজ্জামান ভান্ডারী ও তার দল।