রবিবার, ৪ মার্চ, ২০১২

প্রকৃত মেধাবীরা কোন দিন বেকার থাকেনা------ এমপি সাধন চন্দ্র মজুমদার

আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: শুধু একাডেমিক শিক্ষা অর্জন করলেই নয় মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্নের প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে ডিজিটাল তথ্য বাতায়ণ থেকে  সর্বপ্রকার জ্ঞান অর্জনের মাধ্যেমে নিজেকে জ্ঞানী হিসেবে আদর্শ সুনাগরীক তৈরী হবে। আর সংখ্যগরিষ্ঠ সুনাগরীক তৈরী হলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে ভিশন ২০২১ বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি আরো বলেন প্রকৃত মেধাবীরা কোন দিন বেকার থাকেনা, মেধার মুল্যায়ন হবেই।  উপরোক্ত কথাগুলি নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার গতকাল ৩ মার্চ সাপাহার সরকারী ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবাগত ও পুরাতন ছাত্র ছাত্রীদের লক্ষ্য করে বলেন। সাপাহার সরকারী ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল মমিন খান, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব শীক্ষানুরাগী আলহাজ্ব ডাঃ তাহের উদ্দীন আহম্মেদ, জেলা আওয়ামীলিগের প্রচার সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ঈদুল, মুক্তিযোদ্ধা কমান্ডার  মোঃ ওমর আলী, সাবেক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মন্মথ শাহা, শাহজাহান আলী, অধ্যক্ষ আব্দুনপ্রমুখ।                                                                                              
Ruby