বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন সোনাতলা পৌরসভা গঠনের ১১ বছর চলছে নির্বাচনী আমেজ

জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) থেকে :: বগুড়ার সোনাতলা পৌরসভা গঠনের পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও পৌর নির্বাচন হয়নি। পৌর মেয়রের চেয়ারে বসতে পারেনি নির্বাচিত কোন মেয়র। পৌর সীমানা নিয়ে দীর্ঘদিন মামলা মোকর্দমা থাকায় নির্বাচন হয়নি। তবে নির্বাচন বাধাগ্রস্থ করার মত আদালতে কোন মামলা না থাকায় এখন পৌরসভার সর্বত্র ভোটারদের মাঝে চলছে নির্বাচনী আমেজ। সম্ভব্য প্রার্থীরাও ব্যস্থ সময় পার করছেন ভোটারদের নিকট দোয়া কামনা ও বিভিন্ন সামাজিক, সাংস্খৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষনা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।
বগুড়ার সোনাতলা পৌরসভার গঠনের পর প্রথমবারের মত ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ বইছে। নির্বাচনে মেয়র পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে প্রবীনের চেয়ে নবীন প্রার্থীর সংখ্যাই বেশী। পৌর মেয়র প্রার্থী হিসেবে ভোটারদের দোয়া চেয়ে বিভিন্ন সামাজিক, সাংস্খৃতিক অনুষ্ঠানে যে প্রার্থীরা যোগ দিচ্ছেন তারা হলেন, সাবেক সংসদ সদস্য মরহুম হাবিবুর রহমানের কনিষ্ট ছেলে ও বিএনপি নেতা শাকিল রেজা বাবলা।তিনি একক বিএনপি প্রার্থী বলে জানান।উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন দলের সমর্থন নিয়ে প্রার্থী হতে চান। উপজেলা বণিক সমিতির সভাপতি ও শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম নান্নু  প্রার্থী হিসেবে আগে থেকেই নিজের প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ভোটারদের মুখে আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী খন্দকারের নাম শোনা যাচ্ছে। 
জানাগেছে, সোনাতলা বাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ২০০১ সালের ২৬ এপ্রিল তৎকালীন আওয়ামীলীগ সরকার সোনাতলায় পৌরসভা স্থাপন করে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খলিলুর রহমান পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন। ওই বছরের ২৯ নভেম্বর সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির পৌর প্রশাসকের দায়িত্ব পান । স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় গেটের জনাকীর্ণ এক ভবনে পৌরসভার কার্যক্রম শুরু হলেও ২০০৬ সালে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক পৌরসভা ভবন। তবে ওই বছরের ২১ ডিসেম্বর দেশের ৮টি পৌরসভার মত সোনাতলা পৌরসভার প্রশাসক পদ শূণ্য করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। তাই পৌর প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ ১১বছর সীমানা সংক্রান্ত বিভিন্ন মামলা থাকায় নির্বাচন হয়নি। তবে মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত রাখার কারণে গত ৩১ অক্টোবর বালুয়া ইউনিয়নে নির্বাচন দেওয়া হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন  জানান, নির্বাচন হতে আর কোন বাধা নেই।দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষনা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সোনাতলা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪৮০৫ জন এর মধ্যে পুরুষ ৭০৯৩ এবং মহিলা ৭৭১২ জন।
Ruby