আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: স্থানীয় সরকারের অঙ্গীকার, নিশ্চিত করি কিশোরী,তরুনী ও বালিকার অধিকার এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরাতন কালেকটরেট চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নওগাঁ জিলা স্কুলে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে র্যালীটির নেতৃত্ব দেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বাংলাদেশ পৌরসভা সমিতি, উপজেলা পরিষদ এ্যাসোসিয়েশান অব বাংলাদেশ, ইউনিয়ন পরিষদ ফোরাম রাজশাহী বিভাগের নারী কমিটি এর আয়োজন করে। পরে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আনম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ মালেক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা দিলরুবা আকতার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী পারভীন আকতার, পৌর কাউন্সিলর রিনা রহমান ও মরিয়ম বেগম প্রমুখ বক্তব্য রাখেন। ২ শতাধিক নারীরা অংশ গ্রহন করেন।
নওগাঁর ধামইরহাটে সাব রেজিষ্ট্রার না থাকায় দলিল গ্রহিতাদের ভোগান্তি
আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাটে সাব রেজিষ্টার না থাকায় দলিল গৃহিতাদের চরম ভোগান্তি হচ্ছে। সুত্রে জানা গেছে, গত প্রায় তিন মাস পূর্বে ধামইরহাট উপজেলার সাব রেজিষ্টার লিয়াকত হোসেনকে চাকুরীচ্যুতি করা হয়। তিনি মুজিবনগর সরকারের কর্মকর্তা হিসেবে ভূয়া তথ্য দিয়ে দিয়ে সাব রেজিষ্টার পদে নিয়োগ পান। পরবর্তীতে কয়েক দফা তদন্তকালে তার তথ্য ভূয়া প্রমাণিত হওয়ায় সরকার তাকে চাকুরীচ্যুত করেন। তাকে চাকুরীচ্যুত করার পর থেকে উপজেলা সাব রেজিষ্টারের পদ শুন্য রয়েছে। বর্তমানে বদলগাছী উপজেলার সাব রেজিষ্টার শফি হাসান প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ধামইরহাটে অফিসের দায়িত্ব পালন করছেন। কয়েকজন দলিল গ্রহিতা জানান, সপ্তাহে মাত্র দুদিন অফিস হওয়ার দলিল সম্পাদন করতে তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জমি ক্রয় বিক্রয় করে জরুরী ভাবে কাজ সমাধান করা দুরহ হয়ে পড়েছে।
নওগাঁর ধামইরহাটে সাব রেজিষ্ট্রার না থাকায় দলিল গ্রহিতাদের ভোগান্তি
আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাটে সাব রেজিষ্টার না থাকায় দলিল গৃহিতাদের চরম ভোগান্তি হচ্ছে। সুত্রে জানা গেছে, গত প্রায় তিন মাস পূর্বে ধামইরহাট উপজেলার সাব রেজিষ্টার লিয়াকত হোসেনকে চাকুরীচ্যুতি করা হয়। তিনি মুজিবনগর সরকারের কর্মকর্তা হিসেবে ভূয়া তথ্য দিয়ে দিয়ে সাব রেজিষ্টার পদে নিয়োগ পান। পরবর্তীতে কয়েক দফা তদন্তকালে তার তথ্য ভূয়া প্রমাণিত হওয়ায় সরকার তাকে চাকুরীচ্যুত করেন। তাকে চাকুরীচ্যুত করার পর থেকে উপজেলা সাব রেজিষ্টারের পদ শুন্য রয়েছে। বর্তমানে বদলগাছী উপজেলার সাব রেজিষ্টার শফি হাসান প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ধামইরহাটে অফিসের দায়িত্ব পালন করছেন। কয়েকজন দলিল গ্রহিতা জানান, সপ্তাহে মাত্র দুদিন অফিস হওয়ার দলিল সম্পাদন করতে তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জমি ক্রয় বিক্রয় করে জরুরী ভাবে কাজ সমাধান করা দুরহ হয়ে পড়েছে।

