মীরসরাইয়ে স্কুলছাত্রী বৃষ্টির বিয়ে হয়নি
চট্টগ্রাম ব্যুরো :: মীরসরাইয়ের নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বৃষ্টির (১৩) বিয়ে হয়নি। গত শুক্রবার সন্ধ্যায় খালাতো ভাই অপুর (১৬) সঙ্গে তার বিয়ের আয়োজন হলেও শেষ পর্যন্ত এ বাল্যবিয়ে বন্ধ হয়ে যায়। তবে শনিবার দিনগত রাত আবারও এই বিয়ের গুজব শোনা যায়। তবে বিষযটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন স্থানীয় কাজি মফিজ উদ্দিন। তিনি বিষয়টি নিশ্চিত করে কাজী মফিজ উদ্দিন বলেন, শুক্রবার রাতে বিয়ের আয়োজন করা হলেও ছেলে-মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ হয়ে যায়। বিয়ের আসর থেকে আমরা চলে আসি। এরপর থেকে বৃষ্টি তার বাড়িতেই রয়েছে। তিনি জানান, পরে শনিবার তাদের বিয়ের গুজব ছড়িয়ে পড়লেও বিষয়টি সঠিক নয়। বিয়ে হলে কাবিন রেজিস্ট্রি হওয়ার কথা কিন্তু এ ধরনের কিছু হয়নি। একই তথ্য জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন। তাদেরও দাবি বন্ধ হয়ে যাওয়া বাল্যবিয়ে পরে আর হয়নি।
চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মাঝিরঘাট এলাকায় এভারেস্ট সোয়েটার্স নামের একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। কারখানাটি তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তার পরে দিন সকালে কারখানায় এসে বিষয়টি জানতে পেরে ক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। ওই কারখানায় চুক্তিভিত্তিক শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। এ নিয়ে কারখানায় কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। কারখানার পরিচালক এ কে এম আমিন জানান, চুক্তিভিত্তিক শ্রমিকরা কারখানা এক কর্তকর্তাকে মারধন করেন। এতে অপ্রীতিকর পরিস্থির আশঙ্কায় তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। সকালে বিষয়টি জেনে ক্ষুদ্ধ শ্রমিকরা কিছুক্ষণ কারখানাটির প্রবেশপথ অবরোধ করে রাখে। তবে ১০ থেকে ১৫ মিনিট পরই পুলিশ তাদের সরিয়ে দেয় বলে তিনি জানান। নগরীর ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, উত্তেজনা খবর পেয়ে আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। শ্রমিকদের সমস্যা সমাধানে একটি কমিটি হয়েছে।
চট্টগ্রামে এলজিইডি’র উদ্যেগে
আন্তর্জাতিক নারী দিবস পালনে নগরীতে র্যালী ও সভা
চট্টগ্রাম ব্যুরো :: আন্তর্জাতিক নারী দিবস পালনকল্পে ৮ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম এলজিইডি ভবনে এলজিইডি’র উদ্যেগে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে নারীদেরকে আত্মনির্ভরশীল হওয়া ও তাদেরকে উৎসাহ উদ্দীপনা প্রদানের লক্ষ্যে নগরীর এলজিইডি মিলনায়তনে এলজিইডি চট্টগ্রাম অঞ্চলে তত্বাবধায়ক প্রকৌশলি মোঃ আব্দুল ওহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, নারীদের পূর্ণ ক্ষমতা প্রদান এখন শুধু সময়ের দাবী এবং বেগম রোকেয়া সাখাওয়াত নারীর জাগরণের অগ্রদূত হিসাবে যেভাবে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন ঠিক তেমনি তাঁর আদর্শ অনুসরণ করে এবং তা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি চট্টগ্রাম এর নির্বাহী প্রকৌশলী তোফাজ্জেল আহম্মেদ সোসিওলজিষ্ট জিনাত পারভিন, নারী নেতৃ কামরুননেসা প্রবীণ, পরে সভা শেষে এক বর্ঢান্য শোভা যাত্রা ষোলশহর দুই নম্বর গেইট থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জিইসি মোড় এসে শেষ হয়।
এছাড়া মমতা উঝডডজ এর উদ্যেগে বিকাল ৫টায় নগরীর বন্দরটিলা থেকে ইপিজেড পর্যন্ত র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। র্যালীতে নেতৃত্ব দেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, মমতার নির্বাহী সভাপতি ওমর ফারুক, নারী নেতৃ মিসেস স্বপ্না তালুকদার, প্রাক্তন কমিশনার হাজী জানে আলম বাহার, মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, শিক্ষিকা মনোয়ারা বেগম, মমতা (খচউঈ) এর সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলা, সহ-সভাপতি মোঃ ইলিয়াছ, কো-অর্ডিনেটর রুহুল মুহিত চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম ব্যুরো :: আন্তর্জাতিক নারী দিবস পালনকল্পে ৮ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম এলজিইডি ভবনে এলজিইডি’র উদ্যেগে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে নারীদেরকে আত্মনির্ভরশীল হওয়া ও তাদেরকে উৎসাহ উদ্দীপনা প্রদানের লক্ষ্যে নগরীর এলজিইডি মিলনায়তনে এলজিইডি চট্টগ্রাম অঞ্চলে তত্বাবধায়ক প্রকৌশলি মোঃ আব্দুল ওহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, নারীদের পূর্ণ ক্ষমতা প্রদান এখন শুধু সময়ের দাবী এবং বেগম রোকেয়া সাখাওয়াত নারীর জাগরণের অগ্রদূত হিসাবে যেভাবে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেছেন ঠিক তেমনি তাঁর আদর্শ অনুসরণ করে এবং তা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি চট্টগ্রাম এর নির্বাহী প্রকৌশলী তোফাজ্জেল আহম্মেদ সোসিওলজিষ্ট জিনাত পারভিন, নারী নেতৃ কামরুননেসা প্রবীণ, পরে সভা শেষে এক বর্ঢান্য শোভা যাত্রা ষোলশহর দুই নম্বর গেইট থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জিইসি মোড় এসে শেষ হয়।
এছাড়া মমতা উঝডডজ এর উদ্যেগে বিকাল ৫টায় নগরীর বন্দরটিলা থেকে ইপিজেড পর্যন্ত র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। র্যালীতে নেতৃত্ব দেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, মমতার নির্বাহী সভাপতি ওমর ফারুক, নারী নেতৃ মিসেস স্বপ্না তালুকদার, প্রাক্তন কমিশনার হাজী জানে আলম বাহার, মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, শিক্ষিকা মনোয়ারা বেগম, মমতা (খচউঈ) এর সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলা, সহ-সভাপতি মোঃ ইলিয়াছ, কো-অর্ডিনেটর রুহুল মুহিত চৌধুরী প্রমুখ।
চল চল বিএনপির ঢাকায় চল
জনতার ঢলে পরিণত হবে ঢাকার রাজপথ
জনতার ঢলে পরিণত হবে ঢাকার রাজপথ
জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো :: সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, গণ জোয়ার সৃষ্টি হলে সে জোয়ার রোধ করার সাধ্য কারো নাই। পানির স্রোত বাঁধ দিয়ে রাখা যায় না । সেই স্রোতেই আপন পথ খুঁজে নেয়। তেমনিভাবে যতো বাধাই আসুক না কেন সারা দেশের মানু ১২ মার্চ ঢাকা যাবে। চট্টগ্রামে ১২ মার্চ ‘চলো চলো ঢাকা চলো’ মহাসমাবেশের প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী খোলামেলা কথা বলেন। তিনি বলেন, দেশে মুক্তির জোয়ার এসেছে। এ মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত এ জোয়ার রোধ করা যাবে না। ১২ মার্চেও কর্মসূচির বিষয়ে তিনি বলেন, চট্টগ্রামের মহাসমাবেশ সফলের জন্য সর্বস্তরের মানুষ যে উদ্যোগ নিয়েছিলেন ঠিক একইভাবে ১২ মার্চ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, চট্টগ্রামের মহাসমাবেশ সফলের জন্য সর্বস্তরের মানুষ যে উদ্যোগ নিয়েছিলেন ঠিক একইভাবে ১২ মার্চ ঢাকা মহাসমাবেশের জন্য চট্টগ্রামবাসী প্রস্তুত। ঢাকায় সমাবেলশ উপলক্ষে চট্টগ্রামের মাঠ পর্যবেক্ষণে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন ঢাকা যাওয়ার জন্য চট্টগ্রামের জনগণকে উদ্বুদ্ধ করছি। জনগণ আমাদের চেয়েও এগিয়ে আছেন। সীমান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা উল্লেখ করে খসরু বলেন, দেশের অভ্যন্তরীণ ও সীমান্তে কোনো নিরাপত্তা নেই। দেশের সম্পদ লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ক্রোমো ক্যাপিট্যালিজমের মাধ্যমে লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে। তিনি বলেন, নির্যাতন-নিপীড়ন ও লুন্ঠন করে স্বাধীণ সার্বভৌম দেশকে পরনির্ভরশীল করে স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের গৌরভ ম্লান করে দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি আর চরম ব্যর্থতায় সরকারের পায়ের তলায় মাটি নেই উল্লেখ করে নগর বিএনপির সভাপতি বলেন, সরকার বুঝতে পেরেছে তাদের অসহায়ত্ব। এ অবস্থায় জোর করে ক্ষমতার দাপটে বিভোর থাকলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে । এতে করে দেশকে সংকটের ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের জনগণ এখন সবক্ষেত্রে এ সরকারের শাসন থেকে মুক্তি চায়। এ বিষয়টি সরকার যতো তারাতারি অনুধাবন করতে পারে তাতে ভালো। না বুঝলে বিগত দিনের মতো বাংলাদেশের জনগন বুঝিয়ে দেবে তারা দুঃশাসন চায় না। ঢাকায় ১২ মার্চেও সমাবেশ চট্টগ্রাম থেকে লক্ষাধিক মানুষ যাবে তাদের ঢাকা যাওয়ার জন্য নগও বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সমাবেশ যোগ দেওয়ার জন্য বিএনপির কর্মীর চেয়েও সাধারণ মানুষ যেতে বেশি আগ্রহী। চট্টগ্রামের শহর-গ্রামের ঘরে ঘওে রব ‘চলো চলো ঢাকা চলো’। প্রত্যেককে নিজ উদ্যোগে ঢাকা যাবে উল্লেখ করে তিনি বলেন, সব জেলাও উপজেলা থেকে দলীয় লোকজনের পাশাপাশি সাধারণ মানুষও ঢাকা যাবেন। তবে দলের পক্ষ থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা করা হবে না। প্রত্যেকেই নিজ উদ্যোগে সমাবেশ উপস্থিত হবেন।
চট্টগ্রামে প্রতারণার অভিযোগে মাল্টিলেভেল কোম্পানির ৩ কর্মকর্তাকে গ্রেফতারি পরোয়ানা
জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো :: প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোং ভিসারেবর ৩ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। এরা হলেন- চট্টগ্রামের ভিসারের মূল এজেন্ট রবিউল ইসলাম রবি ও তার দুই সহযোগী ইফতেখার হোসেন সুমন ও উজ্জ্বল বড়–য়া। চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমান তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং নগরীর পাঁচলাইশ থানার ওসিকে তা দ্রুত কার্যকরের নির্দেশ দেন। ভিসারেব বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মানস চৌধুরী সংগ্রাম বাদী হয়ে ওই আদালতে ৩ জনকে আসামি করে মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, বাদী মানস চৌঃ সংগ্রাম ভিসারের ২০ জন বিনিয়োগকারীর পক্ষে মামলা করেছেন। আসামিরা ২০ জনের ৪ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। মামলায় প্রতারনার শিকার ১৯ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহাওে উল্লেখ করা হয়েছে- রবিউল হোসেন রবি, ইফতেখার হোসেন সুমন ও উজ্জ্বল বড়–য়া ২০১০ সালে চট্টগ্রামে এমএলএমর ব্যবসার নামে ভিসারেবর কাযক্রম শুরু করেন।
