skip to main |
skip to sidebar
উত্তর কোরিয়াকে ওবামার হুঁশিয়ারি
উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা নিয়ে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দক্ষিণ কোরিয়া সফরে থাকা ওবামা বললেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া কিছুই অর্জন করতে পারবে না। পিয়ংইয়ং একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের প্রতিক্রিয়ায় বারাক ওবামা এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মুয়াং-বাকের সঙ্গে আলোচনার পর এসব কথা বলেন। পারমাণবিক নিরাপত্তা নিয়ে একটি বৈশ্বিক সম্মেলনের আগে এ হুঁশিয়ারি দিলেন ওবামা।