সোমবার, ২৬ মার্চ, ২০১২

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান ২৬ মার্চ পালিত

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত হয়েছে। সোমবার দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল রশীদ, পৌর মেয়র নজমূল হক সনি,  সিভিল সার্জন ডাঃ সোলায়মান আল ফারুক, জেলা প্রেস ক্লাব, বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন, বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আবৃতি পরিষদ, জেলা অধ্যক্ষ সমিতি, জেলা মটর শ্রমিক ইউনিয়ন, লোটারী ক্লাব অব পাহাড়পুর, দাবী মৌলিক সংস্থা, কার ও মাইক্রো চালক সমিতি, বাংলাদেশ জুয়েলারী সমিতি, চকএনায়েত যুবক সমিতি, প্রবাহ সংসদসহ বিভিন্ন সামাজিক,  সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পন করেন। সকালে মুক্তিযোদ্ধাদের একটি র‌্যালী মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সংসদে গিয়ে শেষ হয়। পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১২টা থেকে শিশু একাডেমীতে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা, বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে পৌরসভা বনাম খেলোয়াড় কল্যান সমিতি এবং জেলা প্রশাসন বনাম সুধীবৃন্দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত এবং পুরস্কার বিতরণ করা হবে।
Ruby