রবিবার, ৪ মার্চ, ২০১২

ইয়েমেনে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে নিহত-৭

undefinedগাড়িবোমা বিস্ফোরণে ইয়েমেনে কমপক্ষে ৭ জন নিহত । নিহতদের মধ্যে ৬ জন সেনা সদস্য  ও ১ জন বেসামরিক লোক রয়েছে।রোববার দেশটির দক্ষিণাঞ্চলের জিনজিবারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও অধিবাসীরা জানিয়েছে, জিনজিবার শহরের পৃথক দু’টি স্থানে হামলা হয়েছে। প্রথম হামলাটি হয় শহরের পশ্চিম দিকে একটি সেনা ছাউনিতে। এতে ৬ সেনা সদস্য নিহত হয়। অপর হামলাটি হয় শহরের দক্ষিণাঞ্চলে গোলাবারুদের গুদামের গেটে। এতে অজ্ঞাত পরিচয় একজন লোক নিহত হন।
পুলিশ এই হামলার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সহযোগী সংগঠন আনসার আল-শরিয়ার জঙ্গিদের দায়ী করছে। পুলিশ বলছে, সম্প্রতি ইয়েমেনে ঘটে যাওয়া বেশ ক’টি হামলার নেতৃত্ব দিয়েছে এই সংগঠনটি। জঙ্গিরা বিশেষভাবে ইয়েমেনের সেনা বাহিনীকেই তাদের হামলার মূল লক্ষ্য করেছে বলে ধারণা করছেন তারা।
উল্লেখ্য, গত শনিবারও দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য আল বায়দাতে গাড়ি বোমা হামলায় ৩ জন সেনা নিহত হয়। এছাড়া এর আগের সপ্তাহে বুধবার উত্তর-পূর্বাঞ্চলের হাজরামাউত প্রদেশে প্রেসিডেন্সিয়াল প্যালেসে আত্মঘাতী হামলায় ২৬ রিপাবলিকান গার্ড নিহত হয়।
Ruby