মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

বাংলাদেশ ও ডেনমার্কের যৌথ উদ্যোগে স্ক্যান মেশিনারিজ বিডি.’র যাত্রা শুরুঃ দেশেই তৈরি হবে সবধরনের জাহাজের হাইড্রোলিক যন্ত্রাংশ

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: বাংলাদেশ ও ডেনমার্কের যৌথ উদ্যোগে স্ক্যান মেশিনারিজ বিডি. নামের একটি যৌথ মালিকানা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। দেশের শীর্ষ স্থানীয় জাহাজ নির্মানকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শীপইয়ার্ড এবং ফির্সাস  শীপইয়ার্ডের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ফির্সাস  শিপইয়ার্ড লি. (ডব্লিউএফএসএল) এবং ডেনিস প্রতিষ্ঠান ড্যানসিওএএসস্ক্যানের যৌথ উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়েছে। ড্যানিডার ব্যবসা অংশীদারিত্বের অংশ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকায় অবস্থিত বাংলাদেশে ডেনিস দূতাবাসে গত সোমবার (মার্চ ০৫, ২০১২) ডব্লিউএফএসএল এবং ড্যানসিওএএসস্ক্যানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে দেশের বিশিষ্ট শিল্পপতি ও ডব্লিউএফএসএল’র চেয়ারম্যান এ রউফ চৌধুরী এবং ড্যানসিওএএসস্ক্যানের লারস জেনসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ডেনিস রাষ্টদুত সেভন্ড ওলিং, স্ক্যান মেশিনারিজের পরিচালক আমানুল্লা চৌধুরী, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও ওয়েস্টার্ন ফির্সাস  শিপইয়ার্ড লি. এর ব্যবস্থপনা পরিচালক সাখাওয়াত হোসেন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান ও ওয়েস্টার্ন ফির্সাস  শিপইয়ার্ড লি. এর পরিচালক সাইফুল ইসলাম, এবং কার্স্টেন ওলেসেন, ক্লউস লারসেন, সি রির্সোস গ্রুপের পরিচালক  (কো-অর্ডিনেশন) মেজর (অবঃ) ফাতাহ। এছাড়া প্রকৌশল, কারিগরি প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমের তত্বাবধান করবেন কার্স্টেন ওলেসেন এবং কারিগরি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লউস লারসেন। স্ক্যান মেশিনারিজ প্রতিষ্ঠার ফলে দেশের জাহাজ প্রস্তুত কারক ও পরিচালনাকারি প্রতিষ্ঠানগুলো বিদেশে যাওয়ার পরিবর্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় হাইড্রোলিক সংক্রান্ত কাজের প্রকৌশল এবং প্রযুক্তিগত সেবা নিতে পারবেন। নৌযানের স্টিয়ারিং থেকে শুরু করে উইনস ও নেট ড্রাম,প্রপেলার, নজেলসের মতো যন্ত্রাংশ স্থাপন এবং পরবর্তী সেবাসহ সমুদ্রগামী নৌযানের সকল ধরনের হাইড্রলিক কারিগরি সহায়তা প্রদান করবে স্ক্যান মেশিনারিজ। স্ক্যান মেশিনারিজের ব্যবস্থাপনা পরিচালক লারস জেনসান জানান, নতুন এ প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশের মাছ ধরার ট্রলারগুলোতে যন্ত্রাংশ সরবরাহ করেছে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান দেশের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানকে যন্ত্রাংশ সরবরাহে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওয়েস্টার্ন ফির্সাস শিপইয়ার্ড লি. এর ব্যবস্থপনা পরিচালক জনাব সাখাওয়াত হোসেন বলেন, চলতি বছরের জুলাই মাস থেকে হাইড্রোলিক সিস্টেমের সেবা প্রদান করা সম্ভব হবে। তিনি আরো বলেন এই হাইড্রলিক যন্ত্রাংশ দেশের চাহিদা পুরন করে বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটির প্রাথমিক বিনিয়োগ এক মিলিয়ন ডলার বলে তিনি জানান।   
Ruby