মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে ৭ জেএমবি সদস্যের মুক্তি

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৭ জেএমবি সদস্য মুক্তি পেয়েছেন। সোমবার দুপুরে তাদের মুক্তি দেয়া হয়। এদের সবাই ফাঁসির সাজা প্রাপ্ত আসামি ছিলেন।
কাশিমপুর কারাগারের ইউনিট -১ এর জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, ইউনিট-১ থেকে মুক্তিপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা থানার দেবীনগর এলাকার তেজারত আলীর ছেলে আজিম উদ্দিন (২৮), একই এলাকার জায়বার আলী বিশ্বাসের ছেলে ইউনুস আলী (২৮) ও ঝিনাইদহের কালিগঞ্জ থানার মোল্যাকোড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে সদর উদ্দিন (২৯)। অপরদিকে কারাগারের ২নম্বর ইউনিট থেকে মুক্তিপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের আড়পাড়া গ্রামের মো. ফেরদৌসের ছেলে জহিরম্নল আল মামুন (৩৩), ঝিনাইদহের বেপারীপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে বিলস্নাল হোসেন (২৯), ঝিনাইদহের শৈলকুপা থানার দেবীনগর এলাকার বিলস্নাল হোসেনের ছেলে রবজেল হোসেন (২৮) ও একই এলাকার ইশরাত আলী বিশ্বাসের ছেলে আজিজুর রহমান (৩২)।
এছাড়া আপীল বিভাগের রায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আরো ৬জনকে মৃত্যুদন্ডাদেশ মওকুফ করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।  তারা হলেন ১ নং ইউনিটের বন্দি ঝিনাইদহ সদরের মোগরখালী এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সবুজ আলী ওরফে সবুজকে (২৭) এবং ২নম্বর ইউনিটের বন্দি ঝিনাইদহ জেলার কংশী এলাকার খেয়াল উদ্দিনের ছেলে আমিরম্নল ইসলাম (৩৮), শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মনিরম্নল ইসলাম ওরফে মোখলেছ (২৯), ভরম্নরা এলাকার ইব্রাহিম মোল্যার ছেলে মো. মোহিত মোল্যা (৩০), হামদহ এলাকার মোমিনুর রহমানের ছেলে মামুনুর রশিদ, (২৯) ও বেরাজপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে রম্নকনুজ্জামান ওরফে মিথুন (৩২) ।
উলেস্নখ্য, ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার ঘটনায়
জেএমবির সদস্য হিসেবে আটক হওয়া ওই ১৩ জনের বিরম্নদ্ধে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল আদালতের বিচারক আনিছুর রহমান ২০০৬ সালের ২৮ ফেব্রম্নয়ারি ফাঁসির আদেশ দেন। এরপর থেকেই তারা কারাগারে আটক ছিলেন। তারা ফাঁসির আদেশের বিরম্নদ্ধে উচ্চ আদালতে আপীল করলে গত ২২ ফেব্রম্নয়ারি আদালতের বিচারক ৭জনের ফাঁসির দন্ড মওকুফ করে খালাসের রায় দেন ।
Ruby