বুধবার, ১৪ মার্চ, ২০১২

নওগাঁয় তিন স্তর বিশিষ্ট সার্কুলার বাতিলের দাবীতে বীমাকর্মীদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁয় বীমা শিল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তিন স্তর বিশিষ্ট সার্কুলার বাতিলের দাবীতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারক লিপি জেলা প্রশাসকের নিকট দাখিল করেছেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে তাঁরা মঙ্গলবার দুপুর ২টায় জেলা প্রশাসকের অফিসের সামনে একটি মানব বন্ধন কর্মসূচী শেষে এই স্মারকলিপি পেশ করেছেন। জেলা প্রশাসকের পক্ষে এনডিসি ফিরোজ হাসান উক্ত স্মারকলিপি গ্রহন করেন।
এ সময় বিভিন্ন বীমা কোম্পানীগুলোর প্রতিনিধি হিসাবে ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজারদের মধ্যে আবুল কালাম আজাদ, আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, আসলাম হোসেন, পারুল বেগম, বিপ্লব কুমার চক্রবর্তী এবং সাইফুল ইসলামসহ বীমা সমূহের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁরা জানিয়েছেন পূর্বে দশ স্তর বিশিষ্ট সার্কুলারের পরিবর্তে তিন স্তর বিশিষ্ট সাকুলার বাস্তবায়ন হলে হাজার হাজার বীমাকর্মী বেকার হয়ে পড়বেন। লক্ষ লক্ষ গ্রাহকের বীমা প্রিমিয়ামের টাকা উত্তোলিত হবে না। এই সার্কুলারে কেবলমাত্র নওগাঁ জেলাই ৫ হাজার কর্মকর্তা কর্মচারী চাকুরীচ্যুত হবেন যার ফলে বীমা শিল্প ধ্বংসের মুখে পতিত হবে।

Ruby