সোমবার, ২৬ মার্চ, ২০১২

বাঘায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: গতকাল সোমবার যথাযথ মর্যাদায় রাজশাহীর বাঘায় পৃথকভাবে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে বাঘা ও আড়ানী কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করা হয়। রাত ১২টা ১ মিনিটে উপজেলা আড়ানী পৌর বিএনপি’র আহবায়ক ও মেয়র নজরুল ইসলাম মাষ্টার, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, থানা পুলিশ, প্রেস ক্লাব, স্বাধীনতা উদযাপন পরিষদ, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ, বিএপি, জাতীয় পার্টি, জাসদ, রাজনৈতিকদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতি সংগঠন, এনজিও শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। সকালে আড়ানী পৌর অস্থায়ী কার্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে দোয়া ও আলোচনা সভায় শিক্ষক কামরুল হাসান জুয়েলে পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম মাষ্টার, ফরজ আলী, শিক্ষক আব্দুল হান্নান, কামরুজ্জামান নিপন, মহিদুল ইসলাম, সঞ্জয় কুমার দাস প্রমুখ। পরে পৃথকভাবে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। এছাড়া আড়ানী পৌর মেয়রের অর্থায়নে পৌরসভার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান দিন ব্যাপী খেলা-ধুলা পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Ruby