শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

মান্দায় প্রতিপক্ষের রামদার আঘাতে হাত কেটে প্রায় বিচ্ছিন্ন

আব্বাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষের রামদা’র কোপে এক ব্যক্তির হাত কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামের দেওয়ান ফিরোজ হোসেন জানান, তার পিতা সামসুল আলম দেওয়ানের (৫৪) সাথে তার চাচা মুনসুর আলী দেওয়ানের বাড়ীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে মামলাও হয়। শুক্রবার সকাল ৮ টার দিকে তার চাচা বিরোধীয় জমিতে পাকা বাড়ী নির্মাণ করতে গেলে, তার পিতা বাধা দিতে যায়। এসময় তার চাচাতো ভাই লালন দেওয়ান ঘর থেকে একটি রামদা বের করে এনে তার পিতার বাম হাতে কোপ দেয়। এতে সামসুলের বাম হাত কনুইয়েরনিচ থেকে কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে পড়ে। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সামান্য চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়। এ ব্যপারে মান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
Ruby