বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

টাঙ্গাইলের অপহৃতা কিশোরী চট্টগ্রামে উদ্ধার : দু’ অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম নগরীতে থেকে অপহৃতা এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। গত মঙ্গলবার পাহাড়তলী থানাধীন এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণের দায়ে দু’অপহরণকারীকে গ্রেফতার করেছে  বলে গতকাল বুধবার র‌্যাব সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র‌্যাব জানায় , গত ১৭ ফেব্র“য়ারি  টাংগাইল পৌরসভাস্থ মহাসড়কের পার্শ্বে আশেকপুর এলাকা হতে স্থানীয় উত্তম কুমার সরকার এর মেয়ে জনৈকা তন্নি তনুশ্রী (১২) অপহৃত হয়েছে বলে অপহৃতার মা সুচিত্রা সরকার বাদী হযে টাংগাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা( নং-৩৪, তারিখ-২৪/০২/২০১২)দায়ের করেন। একই সাথে অপহরণকারীরা চট্রগ্রাম মহানগরীতে অবস্থান করছে বলে গত ৯ এপ্রিল র‌্যাব-৭, চট্রগ্রামে একিটি লিখিত অভিযোগ প্রেরণ করেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্রগ্রামের একটি চৌকষ অভিযান দল অপহরনকারীদেরকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের জন্য ব্যাপক গোয়েন্দা কার্যক্রম শুরু করে। গত মঙ্গলবার (১০ এপ্রিল ) পাহাড়তলী থানাধীন উত্তর কাট্রলিস্থ সিটি গেইট এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার এজাহার নামীয়  আসামী  রাম প্রসাদ শীল (২৯) মোঃ মামুন (২২) কে গ্রেফতার করে।)গ্রেফতারকৃতদের দেখানো মতে ওই দিনই পাহাড়তলী থানাধীন উত্তর কাট্রলির পানচায়েক পাড়ার গ্রীন কুঞ্জ ছায়া মুরগী ফার্ম সাগরিকা রোড এলাকার  মোঃ মফিজুর রহমানের বাড়ির নীচ তলার ভাড়াটিয়া মোঃ আমিনুর রহমান এর স্ত্রী জনৈকা নারগিস রহমান এর বাসা হতে অপহৃতা তন্নি তনুশ্রী’কে উদ্ধার করা হয়।

 
Ruby