বুধবার, ৪ এপ্রিল, ২০১২

সিংড়ায় চোরাই মাইক্রোবাস ও সিএনজিসহ দুই ছিনতাইকারী আটক

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের সিংড়ায় চোরাই মাইক্রোবাস ও সিএনজিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে সিংড়া বাসষ্ট্যান্ড এই ঘটনা ঘটে। আটকৃতরা হচ্ছে নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামের কাজেম মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪০) এবং বগুড়ার মোকামতোলা খামারপাড়া এলাকার পুটু মিয়ার ছেলে পারভেজ (৩০)।

র‌্যাব-৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ক্রেতা সেজে আব্দুল মান্নান এবং পারভেজ এর কাছে গাড়ী কিনতে চায়। এসময় চোরাই মাইক্রোবাস ও সিএনজি নিয়ে সিংড়া বাসষ্ট্যান্ডে আসতে বলে র‌্যাব সদস্যরা। র‌্যাবের কথা মত ছিনতাইকারীরা সিংড়ায় আসলে ঢাকা মেট্রে চ-১১-৩৮২৯ নম্বরের নোহা মাইক্রোবাস এবং সিএনজি গাড়ী সহ তাদেরকে আটক করা হয়। পরে র‌্যাব সদস্যরা আটকৃতদের সিংড়া থানায় সোপর্দ করে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে ছিনতাইকারী আব্দুল মান্নান এসপি ফারুখ হোসেন এবং রনবাঘা ইউনিয়নের চেয়ারশ্যান বারেক হোসেনের ছোট ভাই। মান্নানের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।
Ruby