সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

বাঘায় টিআর প্রকল্পের ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগের হাতা-হাতি

আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘায় চলতি অর্থ বছরে বরাদ্দকৃত টেষ্ট রিলিফ (টিআর) প্রকল্পের ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগ কর্মীদের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার  দুপুরে।

জানা যায়, বাঘা পৌর ভবন চত্বরে ছাত্রলীগ নেতা-কর্মীরা টিআর প্রকল্পের ভাগ-বাটোয়ারা নিয়ে বাক বিতন্ডা ও হাতা-হাতি হয়। চলতি অর্থ বছরে বাঘায় ৩০০ মেট্রিকটন টিআর প্রকল্প বরাদ্দ হয়। ছাত্রলীগ নেতা সুমন হাতা-হাতির ঘটনা স্বীকার করেন। পৌর মেয়র আক্কাস আলী ঘটনাটি সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশমী বলেন, ঘটনাটি লোক মুখে শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।



বাঘায় প্রতিবন্ধীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘার খায়েরহাট উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা। বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটির ম্যানেজার মাজেদুল ইসলাম, প্রতিবন্ধী বিশেষজ্ঞ ইমরান হোসেন, শিক্ষক আব্দুর রাজ্জাক, আব্দুল আওয়াল প্রমুখ।



বাঘায় দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠিত
আমানুল হক আমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘায় বিভিন্ন সংগঠন পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্র, রং খেলা, লাঠিখেলা, নাচ-গান, আবৃতি ও পানতা-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে বাংলা ১৪১৯ সালকে বরণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বাঘায় ও আড়ানী পৌর ছাত্রলীগের নেতৃত্বে আড়ানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অপর দিকে আড়ানী পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে পৃথকভাবে উমুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিঘা, পাঁচপাড়া, বাউসা, হরিপুর, মনিগ্রাম, তেথুলিয়া, পাকুড়িয়া, গড়গড়ি পৃথকভাবে দিনব্যাপী রং খেলা, লাঠিখেলা, নাচ-গান, আবৃতি ও পানতা-ইলিশ খাওয়ার মধ্য বর্ষবরণ করেছে।
Ruby