বুধবার, ৪ এপ্রিল, ২০১২

দিনাজপুরে সড়ক দুঘর্টনায় স্কুলছাত্রী নিহত॥ শোকের মাতম

এস.এন.আকাশ, দিনাজপুর : দিনাজপুর-ঢাকা মহাসড়কের গোয়ালহাট এলাকায় বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় সুজা রানী (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। সুজা রানী দিনাজপুর সদর উপজেলার গোয়ালহাট গ্রামের প্রদীপ সাহার মেয়ে। সে গোয়ালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় গোয়ালহাট স্কুলে শোকের মাতম ছেয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা স্পিড ব্রেকারের দাবিতে ওই সড়ক অবরোধ করে রেখেছিল প্রায় ৪ ঘন্টা। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় সুজা রানী তার ৩ সঙ্গীসহ স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় তার সহপাঠীরা রাস্তা পার হলেও সুজা রানীকে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত হয়। উত্তেজিত জনতা সেখানে স্পিড ব্রেকারের দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। প্রায় ৪ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Ruby