শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

চুয়াডাঙ্গায় পোল্ট্রি ফার্ম ও মুরগীর বাজার পরিদর্শন করলেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার চিফ কনসালটেন্ট ম্যাট ইয়া মেগি


বাঘা নিউজ ডটকম, দামুড়হুদা ৩১ ডিসেম্বর : চুয়াডাঙ্গার ২টি পোল্ট্রি ফার্ম ও মুরগীর বাজার পরিদর্শন করলেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার চিফ কনসালটেন্ট ম্যাট ইয়া মেগী। শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের জাহাঙ্গীর পোল্ট্রি ফার্মটি পরিদর্শন করেন এবং বিকেলে রাফিদ পোল্ট্রি এ্যান্ড হ্যাচারী ও চুয়াডাঙ্গার মুরগীর বাজার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় জেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ও এভিয়ান ইনফুয়েজ্ঞা ওয়ার্কারদের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় কালিন জেলা প্রাণিসম্পদ বিভাগের  সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বার্ড-ফু বিষয়ে নিবিড় নজরদারি বৃদ্ধির পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা বাংলাদেশ এর পরিচালক এবং  বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার  কান্ট্রি কনসালটেন্ট ডাঃ আব্দুল বাকি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কহিনুর ইসলাম, , দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আ,হা,ম শামিমুজ্জামান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম হায়দার । উল্লেখ্য গত ২৭ আগষ্ট রাফিদ পোল্ট্রি এ্যান্ড হ্যাচারী এবং ২৯ আগষ্ট দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের জাহাঙ্গীর পোল্ট্রি ফার্মে বার্ড-ফু ধরা পড়লে  জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে ফার্ম দুটির সমস্ত মুরগী নিধন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রিপোর্ট পেশ করেন।তারই ধারাবাহিকতায় এ পরিদর্শন বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ বিভাগ।
Ruby