শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

গান আর উপস্থাপনায় একাকার আলিফ

বাঘা নিউজ ডটকম, বিনোদন ডেস্ক ১৬ ডিসেম্বর : ১৯৯৮ সালে এটিএন বাংলায় নিজের গান নিয়ে ‘মি এন্ড মাই সং’ নামক একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্যে দিয়ে উপস্থাপিকা হিসেবে আত্মপ্রকাশ করেন আলিফ। এরপর সেখান থেকে ‘বেনসন এন্ড হেজেজ’ সংগীত প্রতিযোগিতা উপস্থাপনার দায়িত্ব পান তিনি। সাবলীল উপস্থাপনার জন্যই পরবর্তীতে একুশে টিভি থেকে ‘ভার্জিন তাকধুম তাকধুম’ উপস্থাপনার প্রস্তাব পান আলিফ। এই অনুষ্ঠান উপস্থাপনার মধ্যে দিয়ে উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। এরপর একাধিক অনুষ্ঠান সফলতার সঙ্গে উপস্থাপনা করেছেন তিনি। যার মধ্যে একুশে টিভিতে ‘ফ্যানক্লাব’, চ্যানেল আই’র ‘ক্যারিয়ার শো’, ‘সার্ফ এক্সেল প্রতিভার লড়াই’, ইটিভি ও দেশটিভির ফোনোলাইভ শো উল্লেখযোগ্য। এর বাইরে একাধিক লাইভ কনসার্টও উপস্থাপনা করেছেন তিনি। মূলত ছোটবেলায় সাংস্কৃতিক আবহেই বেড়ে উঠেন আলিফ। বাবা দেশবরেণ্য সুরকার আলাউদ্দিন আলীর হাত ধরে সে সময়ই গানে হাতেখড়ি হয় আলিফের। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে ‘সেই তুমি এলে’, ‘ডাকে আমায়’, এবং ‘কল্পনাতে’ নামক তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। মধ্যে গানে দীর্ঘ সময়ের বিরতি নিয়ে
চলতি বছর ভালবাসা দিবসে নিজের কথায় ও স্বামী দেশের অন্যতম গিটারিস্ট ফয়সালের সংগীতায়োজনে প্রকাশিত হয় আলিফের তৃতীয় একক ‘কল্পনাতে’। এ  বছরই স্বামী ফয়সালকে নিয়ে আলিফ গঠন করেন নিজের ব্যান্ড ‘ফরটিনথ ফ্লোর’। আগামী বছরই ব্যান্ডটির প্রথম অ্যালবাম প্রকাশের কথা জানিয়েছেন তিনি। এতদিন বিভিন্ন চ্যানেলে বিচ্ছিন্নভাবে উপস্থাপনা করলেও সমপ্রতি যেন খানিকটা জোরেশোরে ঝাঁকুনি দিয়ে নতুন উদ্যোম নিয়ে শুরু করেছেন আলিফ। বিশেষ করে মাছরাঙ্গা টেলিভিশনে প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় তার উপস্থাপনায় ‘টপ অব দ্য পপ’ নামের একটি সংগীতভিত্তিক লাইভ অনুষ্ঠান প্রচার হচ্ছে। এ অনুষ্ঠানের বাইরে মাছরাঙ্গা টেলিভিশনে নিয়মিত সরাসরি ফোনোলাইভ শো ‘ইচ্ছে গানের দুপুর’ ও সংগীতের তথ্যবিষয়ক অনুষ্ঠান ‘মিউজিক ডাইজেস্ট’ উপস্থাপনা করছেন তিনি। সামপ্রতিক গান-উপস্থাপনায় সমান তালে এগিয়ে যাওয়া প্রসঙ্গে আলিফ আলাউদ্দিন বলেন, গানের প্রতি ভালবাসা থেকেই আসলে উপস্থাপনায় আসা আমার। আমি এ পর্যন্ত যে অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেছি, তার বেশির ভাগ সংগীত বিষয়ক। তাই গান ও উপস্থাপনার মধ্যে একটি সংযোগ খুঁজে পাই আমি। পাশাপাশি স্টেজ শো ও নিজের ব্যান্ডের অ্যালবামের কাজও চলছে। গান-উপস্থাপনার প্রতি আসলে অন্যরকম ভালবাসা তৈরি হয়ে গেছে, যার টানে আজীবন বাঁধা পড়ে থাকতে চাই।
Ruby