শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

বাঘায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত

আমানুল হক আমান, আড়ানী, ১৬ ডিসেম্বর : যথাযথ ভাবে গতকাল শুক্রবার রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাঘা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রত্যাসার আয়োজনে তেঁথুলিয়া নিজস্ব মাঠে খেলা-ধুলা, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি প্রতিবন্ধী মজিবর রহমান রুজদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান আশরাফ আলী মলিন, বিশেষ অতিথি ছিলেন শরিফাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম টগর। বক্তব্য রাখেন প্রতিবন্ধী দুলাল, রায়হান, সাইফুল, ফারুক, বাক্কার, মখলেছ, আলমঙ্গীর, ফাতেমা, জুলেখা, সুকেস, নাহিদ প্রমুখ।
রাত ১২টা ১ মিনিটে আঃলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবসহ বিভিন্ন দলীয় অংগ সংগঠনের পক্ষ থেকে  ফুল নিয়ে পৃথক পৃথক ভাবে শহীদদের প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহরিয়ার আলাম ও আড়ানী পৌর মেয়র নজরুল ইজরুল ইসলাম মাষ্টার নিজ নিজ দলীয় সমর্থদের নিয়ে আড়ানী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এছাড়া সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে খেলা-ধুলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার দেয়া হয়। সারাদিন উৎসব মুখর পরিবেশে দিনটি পালিত হয়।

Ruby