সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

রীট পিটিশন খারিজ হওয়ায় পুঠিয়া পৌর সভা নির্বাচনের সকল বাঁধা দূর হলো



বাঘা নিউজ ডটকম,মোঃ মেহেদী হাসান , রাজশাহী ৫ ডিসেম্বর : সীমানা নির্ধারণী মামলা খারিজ হওয়ায় পুঠিয়া পৌর সভা নির্বাচনের সকল বাধা দূর হলো। একই সাথে পুঠিয়া সদর ইউনিয়ন ও জিউপাড়া ইউনিয়ন এর নির্বাচন অনুষ্ঠানের আর কোন বাঁধা নেই। এ ব্যাপারে গতকাল বিকেলে পুঠিয়া ডাউল মিল চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যারিষ্টার আবু বকর সিদ্দিক রাজন জানান। আবু বকর সিদ্দিক রাজন তার লিখিত বক্তব্যে বলেন, ২০০১ সালের ২২মে পুঠিয়া পৌর সভা গঠিত হওয়ার পর ২০০২ সালের ০৭ জানুয়ারী নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়। তফশিল ঘোষনার কয়েক দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট-এ নির্বাচন স্থগিতের প্রার্থনা করে একটি রিট পিটিশন দায়ের করা হলে নির্বাচন স্থাগিত হয়ে যায়। তিনি আরো জানান গত ২৭-০৫-২০০৮ তারিখে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফারা মাহবুব এর সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে ৪১৮/২০০২ নং রিট পিটিশনটি খরিজ হয় এবং নির্বাচন গ্রহণের স্থগিতাদেশ বাতিল হয়ে যায়। কিন্তু আদেশ টি নির্বাচন কমিশন অফিসে সময়মত না পৌছার কারণে অদ্যবধি নির্বাচন গ্রহণের ব্যাপারে কমিশন কোন উদ্দ্যোগ গ্রহণ করে নাই। রিট পিটিশনটি খারিজ হওয়ার বিষয়ে অবগত হওয়ার পর পরই ব্যারিষ্টার আবু বকর সিদ্দিক রাজন পুঠিয়া পৌরসভা সহ পুঠিয়ার স্থগিত থাকা ইউনিয়ন গুলোর দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, পুঠিয়া পৌর সভা নির্বাচনের আর কোন বাধা রইল না। যতদ্রুত সম্ভব নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুঠিয়া পৌর সভা গঠনের দীর্ঘ প্রায় ১১ বছর পরে প্রথম নির্বাচন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনার খবর পেয়ে পুঠিয়া পৌর বাসী নির্বাচীত প্রতিনিধিদের অপেক্ষায় রইল। কে হতে পারে প্রার্থী এ নিয়ে চলছে স্টলে স্টলে গুনজন।
Ruby