বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১

পুঠিয়ায় অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে জিও এনজিও ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক প্রকল্প পরিদর্শন ও কর্মশালা অনুষ্ঠিত

বাঘা নিউজ ডটকম, শেখ রেজাউল ইসলাম লিটন, পুঠিয়া প্রতিনিধি ঃ  পুঠিয়ায় অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে জিও এনজিও ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক প্রকল্প পরিদর্শন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। জানাগেছে, উপজেলা হল রুমে গতকাল সকাল ১০টায় অ্যডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ এর আয়োজনে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একে এম তারেকের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মর্জিনা বেগম সরি এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মদুল্লাহ, পুুঠিয়া ইউপি চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভালুকগাছী ইউপি চেয়াম্যান আব্দুল করিম,  মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার গোফরান হালিম, সমাজসেব অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতাব হোসেন, অ্যডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ এর জেলা সমম্বয়কারী হুমায়ন কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্রাক প্রতিনিধি একেএম জাহিদুল ইসলাম, কর্মসূচীর উপর ধারনা দেন পুঠিয়া  শাখার সিনিয়র ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

Ruby