বাঘা নিউজ ডটকম, আককাস আলী, নওগাঁ ১২ ডিসেম্বর : নওগাঁর মহাদেবপুরে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সারতা পূর্বপাড়া গ্রামের কফিলের স্ত্রী জাহানারা (৪৫) বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাপাহার গ্রামী হানিফ পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী বাস (যাহার নং ঢাকা মেট্রো -ব-১৪-৫৭২৮) ওই মহিলাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানীয়রা আহত ওই মহিলাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জনতার সহযোগীতায় পুলিশ বাসটিকে আটক করে থানায় সোপর্দ করে নিয়ে যায়। কোচের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, জাহানারা তার মেয়ের বাড়ি যাবার পথে এই দূর্ঘটনার কবলে পড়েন। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

