সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

চারঘাট বাজার ফুটপাত দখল জনসাধরন র্দুভোগের শিকার

বাঘা নিউজ ডটকম, মোঃ মজিানুর রহমান বিপ্লব, চারঘাট ১৯ ডিসেম্বর : রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন হাট-বাজার সহ চারঘাট বাজারের ফুটপাত দখল করে নিয়েছে দোকান মলিকরা। তারা দোকানের সামনে ফুটপাত দখল করে বেশ কিছু জায়গা জুড়ে দোকানের মালামাল রেখে বিক্রয় করছে অভিযোগ পাওয়া গেছে। স্ইে করনে জনসাধারনের চলাচলের র্দুভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চারঘাট বাজারে স্থানীয় বাজার কমিটি থাকলেও তাদের যেন কোন মাথা ব্যথা নেই। স্থাণীয় সচেতন মহলের অভিযোগ বাজার কমিটির উলে¬খযোগ্য ভূমিকা না থাকায় দোকান ব্যবসায়ীরা আরোও লাগাম ছাড়া হয়ে পড়েছে। দোকানদারদের স্বার্থই যেন সব, জনগনের স্বার্থই যেন তুচ্ছ। জনসাধারনের অভিযোগ দোকানদাররা ফুটপাত দখল করে নানান জিষিসপত্র রাখে এরপর রিক্সা ভ্যান দাড়িয়ে থাকায় রাস্তার প্রস্থ ছোট হয়ে যায় তখন রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচলে বিঘœ ঘটে অথবা যানজোটের সৃষ্টি হয়। আবার অনেক সময় যানজোট র্দুঘটনার শ্বীকার হয়। সেই র্দুঘটনা হয় মৃত্যু। একটি সূত্র জানায়, হাড়িপাতিলের দোকান, রড সিমেন্টের দোকান মালিকরা ফুটপাতের অর্ধেক রাস্তা জুড়ে হাড়িপাতিল, প¬াস্টিক সামগ্রী, রড, সিমেন্ট ফেলে রেখে বিক্রয় করে আসছে। ফুটপাত দখলের কারনে যানজোট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে ফুটপত দখল কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সহ র্উদ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছে স্থানীয় জনসাধারন

Ruby