রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

চারঘাটে তালাক প্রাপ্ত স্ত্রী কর্তৃক কলেজ প্রভাষক লাঞ্চিত

বাঘা নিউজ ডচকম, মজিানুর রহমান বিপ্লব, চারঘাট ১১ ডিসেম্বর : চারঘাটে তালাক প্রাপ্ত এক স্ত্রী কর্তৃক কলেজ প্রভাষক লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে কলেজ প্রভাষক মোঃ নাজমুল হক বারী লাঞ্চিত হওয়ার ঘটনায় চারঘাট থানায় একটি সাধারন ডাইরী করেছে। বর্তমানে কলেজ শিক্ষক সহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগিতেছে। জানা গেছে, চারঘাট উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের ইমাম হোসেনের কন্যা ইসমত আরা চাঁদনী সঙ্গে চারঘাট সদরের মুক্তিযোদ্ধা সাবদুল হকের ছেলে নাজমুল হক বারীর ২০০৬ সালে প্রেম মাধ্যেমে  বিয়ে হয়। ২ মাস পড়েও ইসমত আরা চাঁদনীর পরিবারের পক্ষ থেকে কোন মতেই বিয়ে মেনে না নেওয়ায়  স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে খোলা তালাকের মাধ্যমে উভয়ের মধ্যে ছাড়া ছাড়ি হয়। কলেজ শিক্ষক মোঃ নাজমুল হক বারী চারঘাট সদর থেকে আট কিলোমিটার দুরে ভায়ালক্ষীপুর বুধিরহাট কলেজে শিক্ষকতা করেন। কলেজ প্রভাষক মোঃ নাজমুল হক বারী গত ৪ ডিসেম্বর কলেজে যাওয়ার পথে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ভুটভুটি ষ্ট্যান্ডে হঠাৎ তালাক প্রাপ্ত স্ত্রী ইসমত আরা চাঁদনী ও তার বোন ময়না খাতুন ভুটভুটি থেকে নামিয়ে প্রভাষককে লাঞ্চিত করে। তালাক প্রাপ্ত স্ত্রী ইসমত আরা চাঁদনী কলেজ প্রভাষক মোঃ নাজমুল হক বারী কে লাঞ্চিত করেও ক্ষান্ত হয়নী সে  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও অফিসার ইনর্চাজ ওসি কে ইভটিজিং এর অভিযোগ করেছে কলেজ প্রভাষকের নামে। কলেজ প্রভাষক মোঃ নাজমুল হক বারী জনায়,’’ স্থানীয় একটি প্রভাবশালীদের যোগ সাজসে আমি সহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে আমার মান হানির জন্য হয়রানীমূলক মামলার চক্রান্ত করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনর্চাজ ওসি একাধিকবার বিষয়টি তদন্ত্র করে বাদীর ইভটিজিং এর অভিযোগ সঠিক নয় বলে জানান।

Ruby