রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

চারঘাটে এক সঙ্গে তিন সন্তানের জন্ম

বাঘা নিউজ ডচকম, মজিানুর রহমান বিপ্লব, চারঘাট ১১ ডিসেম্বর : চারঘাটে এক হিন্দু কন্যা এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে খবর পাওয়া গেছে।  জানা গেছে, চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর বুধির হাট এলাকায় গতকাল রবিবার  জোস্না রানী (২৪) নামের এক হিন্দু কন্যার দুইটি ছেলে ও একটি কন্যা সন্তানের জন্ম দেয়। স্থানীয় ডাক্তারা জানান,’’ মা ও সন্তানরা সুস্থ আছে। কোন অস্ত্রপাচার ছাড়ায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম একটি বিরল ঘটনা। এক সঙ্গে তিন সন্তান জন্ম হওয়ায় এলাকার সবাই শিশুদের দেখতে জোস্না রানীর বাড়িতে ভিড় জমাচ্ছে।
Ruby