রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

থাইল্যান্ডে মৃত্যু বরণকারি ডাক্তার শাইফুল করিম সিটুর লাশ গ্রামের বাড়ি আড়ানীতে দাফন সম্পূর্ণ

বাঘা নিউজ ডটকম, আমানুল হক আমান, ৪ ডিসেম্বর : সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডাক্তার শাইফুল করিম সিটু (৪৯) গত মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককের বিমান বন্দরে অসুস্থ হয়ে মৃত্যু হয়। মৃত্যুর ৬ দিন পর গতকাল রোববার তার লাশ নিজ বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
তার ছোট ভাই মেজর আলতামাস করিম মিঠু জানান, তিনি সোমবার থাইল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কনফারেন্সে যোগদান করতে যাচ্ছিলেন। তিনি ব্যাংককের বিমান বন্দরে পৌছলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। তার লাশ গত শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌছে। পরের দিন শনিবার বেলা দেড়টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে প্রথম যানাজা অনুষ্ঠিত হয়। ওই যানজায় উপস্থিত ছিলেন ওই মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীসহ রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহরিয়ার আলম। গতকাল দ্বিতীয় যানাজা অনুষ্ঠিত হয় আড়ানী এমএম উচ্চ বিদ্যালয় মাঠে। তার ছোট ভাই মেয়র আলতামাস করিম মিঠু যানাজার নামাজ পড়ান। যানাজার নামাজ শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাকে বিকেলে দাফন করা হয়। উল্লেখ্য তিনি ১৯৭৭ সালে আড়ানী উচ্চ বিদ্যালয় থেকে সম্মিলিত মেধা তালিকায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ১৩তম স্থান অধিকার করেন। ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে এইচএসসিতে প্রথম বিভাগে উর্তীর্ণ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে এমবিবিএস পাশ করেন। তারপর তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৯৬ সালে ইমার্জেন্সি বিভাগে ডাক্তার হিসেবে যোগদান করেন। তিনি অবিবাহিত ছিলেন। তার দুই ভাই, দুই বোনসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও গুনাগ্রাহী রেখে গেছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যকরী সদস্য ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জানান, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
Ruby